1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

পুটিনকে জনসম্মুখে গালি দিলেন বাইডেন

২২ ফেব্রুয়ারি ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় এক জনসভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ‘ক্রেজি এসওবি' (সান অফ বিচ অর্থাৎ পাগল কুকুর ছানা) বলে গালি দিয়েছেন৷

https://p.dw.com/p/4cjQ1
ক্যালিফোর্নিয়ায় সংবাদ সম্মেলনে বাইডেন
জো বাইডেন এক জনসভায় ভ্লাদিমির পুটিনকে ‘ক্রেজি এসওবি' (সান অফ বিচ অর্থাৎ পাগল কুকুর ছানা) বলে গালি দিয়েছেনছবি: Kent Nishimura/Getty Images

বুধবার (২১ ফেব্রুয়ারি) জো বাইডেন সান ফ্রান্সিসকোতে ২০২৪ এর তার পুনর্নির্বাচনের প্রচারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেন৷

নির্বাচনী প্রচারণায় বাইডেন যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছিলেন, তখন তিনি বলেন, ‘‘আমাদের পুটিন এর মতো ‘ক্রেজি এসওবি' ও অন্যান্য অনেক লোক রয়েছে এবং সে কারণে আমাদের সবসময় পারমাণবিক সংঘাতের কথা চিন্তা করতে হয়৷ কিন্তু জলবায়ু হচ্ছে মানবতার জন্য অস্তিত্বের হুমকি৷''

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাইডেন বলেন, কারাগারে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুরঘটনায় রাশিয়ার বিরুদ্ধে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নতুন করে কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা করবে যুক্তরাষ্ট্র৷

সমালোচনা থেকে বাদ যাননি ট্রাম্প 

সান ফ্রান্সিসকোতে দাতাদের সঙ্গে বৈঠকের সময় বাইডেন তার সম্ভাব্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ও সমালোচনা করেন৷ ডনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা আইনি মামলাগুলোকে অ্যালেক্সি নাভালনির ভাগ্যের সঙ্গে তুলনা করায় তার সমালোচনা করেন বাইডেন৷

ট্রাম্পকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ‘‘এই লোকটি নিজেকে নাভালনির সাথে তুলনা করছে এবং বলছে আমাদের দেশ কমিউনিস্ট দেশে পরিণত হয়েছে৷ নাভালনির উপর যেমন অত্যাচার করা হয়েছিল, তাকেও নাকি একইভাবে নির্যাতন করা হয়েছে৷ আমি জানি না এসব কথার ভিত্তি কী৷''

বাইডেনের আক্রমণাত্মক ভাষা   

২০২২ সালে ইউক্রেন আক্রমণের নির্দেশ দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্টকে ‘কসাই' এবং ‘যুদ্ধাপরাধী' বলে অভিহিত করার পরও থামেননি বাইডেন৷

এর আগেও বাইডেন বিভিন্ন ব্যক্তিকে আক্রমণাত্মক ভাষায় সম্বোধন করেছেন৷ ২০২২ সালের জানুয়ারিতে, হোয়াইট হাউসে তিনি ফক্স নিউজ এর এক সাংবাদিকের বিরুদ্ধে একইভাবে ‘এসওবি' ব্যবহার করেছিলেন৷ যা সে সময় একটি লাইভ মাইকে ধরা পড়েছিল৷

এসএইচ/ কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য