1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সেনা অভ্যুত্থান’

২৭ জানুয়ারি ২০১২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে যারা পিছন থেকে কলকাঠি নাড়ে তাদেরও রেহাই দেয়া হবেনা৷ তাদের উদ্দেশ্য, পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা৷

https://p.dw.com/p/13qv4
শেখ হাসিনাছবি: dapd

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকায় প্রকৌশলীদের এক সম্মেলনে বলেন, তার সরকার বাংলাদেশে গণতান্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে৷ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে৷ কিন্তু একটি মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বার বার বাধাগ্রস্ত করার চেষ্টা করে৷ প্রধানমন্ত্রী সেধরণের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, অতীতে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার পিছনে কলকাঠি নেড়েছেন তারা রেহাই পেয়ে গেছেন৷ কিন্তু আর যাতে নেপথ্যের কুশীলবরা রেহাই না পায় জনগণকে সেদিকে খেয়াল রাখতে হবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক এখনো পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোন প্রমাণ দিতে পারেনি৷ তিনি বলেন, বিশ্বব্যাংককে দুর্নীতির অভিযোগ প্রমণ করতে হবে৷ নয়তো তাদের দেয়া ঋণ সহায়তা নেবেনা বাংলাদেশ৷ তিনি বলেন, সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগ অথবা দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশলীদের বাংলাদেশের জন্য লাগসই প্রযুক্তির জন্য কাজ করার আহ্বান জানান৷ তিনি বলেন, বাংলাদেশকে একটি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য