1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

পাল্টা আক্রমণ করে তিন গ্রাম মুক্ত করলো ইউক্রেন

১২ জুন ২০২৩

পূর্ব দনেৎস্কে তিনটি গ্রাম রাশিয়ার কবল থেকে মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়া এই দাবি অস্বীকার করেছে।

https://p.dw.com/p/4SS7j
গ্রাম দখলের পর ইউক্রেনের পতাকা লাগাচ্ছেন সেনা জওয়ানরা।
গ্রাম দখলের পর ইউক্রেনের পতাকা লাগাচ্ছেন সেনা জওয়ানরা। ছবি: 68th Separate Hunting Brigade 'Oleksy Dovbusha'/Handout/REUTERS

সামাজিক মাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, দনেৎস্কের ব্লাহোদাতনে-সহ তিনটি গ্রামে ইউক্রেনের সেনা বিজয়োৎসব পালন করছে।  বাড়িতে ইউক্রেনের পতাকা আবার উড়ছে। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আরো একটি গ্রাম সেনা দখল করে নিতে পেরেছে। পাল্টা আঘাত হেনে এই অঞ্চলে এই প্রথম সাফল্য পেল ইউক্রেনের সেনা।

শনিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, দনেৎস্কে ইউক্রেনের সেনা পাল্টা আক্রমণে গেছে। তারপরই তিনটি গ্রাম মুক্ত করার দাবি করা হয়েছে।

এই তিনটি গ্রাম মারিউপল যাওয়ার রাস্তায় পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, এরপর ইউক্রেন মারিউপল উদ্ধার করতে ঝাঁপাবে।

আবার ব্লাহোদতনে গ্রামে উড়লো ইউক্রেনের পতাকা।
আবার ব্লাহোদতনে গ্রামে উড়লো ইউক্রেনের পতাকা। ছবি: 68th Separate Hunting Brigade 'Oleksy Dovbusha'/Handout/REUTERS

রাশিয়া অবশ্য এখনো পর্যন্ত এই দাবি সমর্থন করেনি।

ইউক্রেনের অভিযোগ

নোভা কাখোভকার পর রাশিয়ার সেনা ঝাপোরিজ্ঝিয়া অঞ্চলে আরো একটি বাঁধ ভেঙে দিয়েছে বলে ইউক্রেনের অভিযোগ। কিছুদিন আগে নোভা কাখোভকায় বাঁধের একটা অংশ উড়িয়ে দেয়া হয়। তারপর প্রবল বন্যায় বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে।

ইউক্রেনের সেনা মুখপাত্র বলেছেন, এরপর রাশিয়া নোভোদারিভকা গ্রামের কাছে আরো একটি বাঁধ উড়িয়ে দিয়েছে। এর ফলে ওই অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।  মুখপাত্র জানিয়েছেন, ২০২২-এর ফেব্রুয়ারি থেকে এলাকাটি রাশিয়ার দখলে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)