1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পালিয়ে যাওয়া ভালুক ১০ ‍মাস পর পাকড়াও

৩০ এপ্রিল ২০২০

ইটালির একটি ন্যাচারাল পার্ক থেকে পালানোর পর খাবারের খোঁজে বুনো ভালুকটি কয়েকবার কৃষকদের খামারে হানা দিলে সেটিকে ‘গুলি করে হত্যার’ নির্দেশ জারি হয়েছিল৷

https://p.dw.com/p/3bbfY
ছবি: picture-alliance/AP Photos/Autonomous Province of Trento

উত্তর ইটালির ত্রেন্তো প্রদেশের একটি ন্যাচারাল পার্ক থেকে গতবছর জুলাই মাসে এম৪৯ নামে ওই বুনো ভালুকটি জঙ্গলে পালিয়ে যায়৷ পালাতে গিয়ে ১৬৭ কেজি ওজনের ভালুকটি পার্কের চারটি বেড়া বেয়ে পার হয়৷ বেড়াগুলোর একটিতে উচ্চমাত্রার বিদ্যুৎ সংযোজিত৷

গত মঙ্গলবার রাতে সেটিকে একটি পাইপের ভেতর থেকে পাকড়াও করা হয়৷ পাইপের ভেতর সেটি আটকা পড়ে গিয়েছিল৷ এক বিবৃতিতে ত্রেন্তো কর্তৃপক্ষ জানান, ভালুকটিকে সেটির আগের পার্কে নিয়ে যাওয়া হয়েছে৷ সেটি শারীরিকভাবে সুস্থ আছে৷

পালিয়ে যাওয়ার পর গত ১০ মাসে ভালুকটিকে বহুবার জঙ্গলে বা মানুষের বসবাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখা গেছে৷ সেটি কৃষকের খামারে হানা দিয়ে অনেক প্রাণী হত্যা করেছে৷ ভালুকটি ধরা পড়ার খবরে তাই ওই এলাকার কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন৷

তবে দেশটির ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশন থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, ‘‘এটা আমাদের দেশের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থার জন্য ভয়ঙ্কর ও দুঃখজনক খবর৷’’

মানুষের বসতিতে ঘোরাঘুরি ও খামারে হামলার পর ত্রেন্তো প্রদেশের প্রেসিডেন্ট মাউরিজিও ফুগাত্তি সেটিকে ‘দেখা মাত্র গুলি করে হত্যার’ নির্দেশ দিয়েছিলেন৷ যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ পরে বলে, তারা আগে ভালুকটিকে জীবিত ধরার চেষ্টা করবে৷ সবে চেষ্টা ব্যর্থ হলেই কেবল সেটিকে গুলি করার সিদ্ধান্ত নেবেন তারা৷

ইটালি এখন বুনো ভালুকটিকে ইউরোপের অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে চাইছে বলে জানান দেশটির পরিবেশমন্ত্রী সার্সিও কোস্তা৷ তিনি বলেন, ‘‘ইউরোপের কোন পার্কে বা কোন দেশে এ জাতের ভালুক ঝুঁকি মুক্ত হয়ে বেঁচে থাকতে পারবে আমরা সেটার খোঁজ করছি৷ আমরা কূটনৈতিকভাবেও চেষ্টা করছি৷

‘‘আমরা প্রাণীটিকে তার সবচেয়ে উপযুক্ত ঘর দিতে চাই৷’’

এসএনএল/কেএম