1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাচারকারীর হাত থেকে ৩৪ রোহিঙ্গা উদ্ধার, আটক ২

১৪ আগস্ট ২০২৩

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে রোববার পাচারের উদ্দেশ্যে জড়ো করার সময় ৩৪ রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/4V85l
ফাইল ছবিছবি: DW

পুলিশের দেয়া তথ্য অনুসারে উদ্ধারকৃতদের মধ্যে ১৬ জন শিশু, ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন৷ উদ্ধার হওয়া শিশুদের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে৷ 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তিন-চার জনের একটি পাচারকারী চক্র পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাদের কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় জড়ো করে৷ এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে চক্রের দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ 

পরবর্তীতে টার্মিনালের পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি করে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবস্থান নেয়া ৩৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধারকৃত রোহিঙ্গাদের সকলেই কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলার ক্যাম্পগুলোর বাসিন্দা৷ 

পুলিশ কর্তৃপক্ষ জানায়, পাচারকারী চক্রটি রোহিঙ্গাদের ছোট ছোট দলে ভাগ করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ক্যাম্প থেকে কক্সবাজারে শহরে এনেছিল৷

আটক দুই পাচারকারীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে৷ 

এসএইচ/জেডএইচ (ডেইলি স্টার বাংলা)