1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজর চীনের দিকে

১৬ মার্চ ২০১৩

মিশবাহ রশিদ চীনা ভাষা শিখেছিলেন ৩০ বছর আগে৷ তখন এই ভাষার প্রতি আগ্রহী ছিল গুটিকয়েক মানুষ৷ এখন তাঁর বিভাগেই শিক্ষার্থীর সংখ্যা দু’শোর বেশি৷ তারা উচ্চশিক্ষা এবং ভালো চাকুরির আশায় শিখছেন চীনা ভাষা৷

https://p.dw.com/p/17yr9
ফাইল ফটোছবি: Shadab Rasool

পাকিস্তানে বিদেশি ভাষা শেখার বিষয়টি দীর্ঘকাল ধরে বড়লোকের ব্যাপার ছিল৷ পশ্চিমা সংস্কৃতির সঙ্গে সন্তানদের মানানসই করে গড়ে তুলতে চাইতেন সমাজের উচ্চবিত্তরা৷ এ জন্য সন্তানদের অক্সফোর্ড কিংবা হার্ভাডে পাঠাতেন তাঁরা৷

কিন্তু রশিদের ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন৷ তারা উচ্চাভিলাষী এবং শিক্ষায় আগ্রহী৷ কিন্তু মার্কিন মুল্লুক কিংবা বিলেতে উচ্চশিক্ষা গ্রহণের সামর্থ্য তাদের নেই৷ তাই বিকল্প হিসেবে ইসলামাবাদে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা অনুষদে চীনা ভাষা শিখছেন তারা৷

Flash Galerie China Pakistan Beziehungen
‘‘আমরা যখন চীনে যাই, তখন মনে হয় আমরা ঘরেই আছি''ছবি: AP

এসব শিক্ষার্থীদের কেউ কেউ পাকিস্তানে কর্মরত চীনা প্রতিষ্ঠানে চাকুরির স্বপ্ন দেখেন৷ কারো কারো স্বপ্ন আবার চীনে উচ্চশিক্ষা গ্রহণের৷ প্রতি বছর পাঁচ শ'র মতো বৃত্তি প্রদান করে চীন৷ একইসঙ্গে রয়েছে সেদেশে স্বল্পখরচে পড়ালেখার সুযোগ৷

চীনে একটি কোর্স করতে প্রতি বছর মাত্র কয়েকশো ডলার খরচ হয়৷ সে তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে খরচ অনেক বেশি৷ মোটের উপর অনেক পাকিস্তানি মনে করেন প্রতিবেশী দেশ চীন তাদেরকে অনেক মুক্ত মনে স্বাগত জানায়৷ ১৮ বছর বয়সি শিক্ষার্থী আলী রাফি এই বিষয়ে বলেন, ‘‘বর্তমানে একজন পাকিস্তানি হিসেবে আপনি হয়ত অনেক দেশে সেভাবে সমাদর পাবেন না, যেমনটা কয়েক বছর আগেও পেতেন৷ কিন্তু আমরা যখন চীনে যাই, তখন মনে হয় আমরা ঘরেই আছি৷ সেখানকার মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক সত্যিকার অর্থেই অত্যন্ত ভালো৷''

বলাবাহুল্য, বর্তমানে পাকিস্তান নামের সঙ্গে জুড়ে গেছে ওসামা বিন লাদেন, তালেবান, আল-কায়েদার মতো শব্দগুলো৷ ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ কয়েকটি দেশের ভিসা পেতে এখন বেশ সমস্যা পোহাতে হয়, অভিযোগ পাকিস্তানিদের৷

চীন সেদিক থেকে বেশ নিরাপদ৷ অর্থনৈতিক এবং সামরিক দিক থেকেও সে দেশের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে৷ পাকিস্তানের মূল বাণিজ্য সহযোগী এখনো ইউরোপীয় ইউনিয়ন৷ তবে চীনের সঙ্গে সে দেশের বাণিজ্যও ক্রমশ বাড়ছে৷ গত বছর বাণিজ্যের পরিমাণ ছিল ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি৷

Symbolbild China Pakistan Beziehungen
অর্থনৈতিক এবং সামরিক দিক থেকেও চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছেছবি: Edyta Pawlowska - Fotolia.com/DW

পাকিস্তানকে মূল অস্ত্র সরবরাহকারী দেশও চীন৷ সেদেশে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে দিয়েছে বেইজিং৷ আরো দুটি পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য চুক্তি সম্পাদন শেষ করেছে পাকিস্তান৷

প্রতিবেশী চীনের সঙ্গে এই সুসম্পর্ক আশা জাগাচ্ছে মধ্যবিত্ত পাকিস্তানিদের মনে৷ বেইজিংস্থ পাকিস্তানি দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে আট হাজারের মত পাকিস্তানি শিক্ষার্থী চীনে অধ্যয়ন করছেন৷ এবং আরো কয়েক হাজার শিক্ষার্থী চীনে প্রবেশের অপেক্ষায় রয়েছেন৷ চীনে পাকিস্তানি শিক্ষার্থীর সংখ্যাটা তাই দ্রুতই বাড়ছে৷

এআই / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য