1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের ক্রিকেট প্রধানকে ক্ষমা চাইতে বললো ইংল্যান্ডের ইসিবি

২৩ সেপ্টেম্বর ২০১০

সত্যিই এ এক অন্যরকম অভিজ্ঞতা! পাকিস্তান ক্রিকেট দলের সদ্য সমাপ্ত ইংল্যান্ড অভিযানে প্রথমে টেস্ট ম্যাচের সময় নো বলের জন্য পয়সা নেয়া, ওয়ান ডে ম্যাচের সময়ও জুয়াড়িদের সঙ্গে যোগসাজশের অভিযোগ- সব কিছু মিলিয়ে বিরূপ অভিজ্ঞতা৷

https://p.dw.com/p/PKdE
ইজাজ বাটছবি: AP

এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাটের সাক্ষাৎকার নিয়ে সৃষ্টি হয়েছে সমালোচনা৷ তিনি এবারে ম্যাচ কেলেংকারির মতো ঘটনাগুলোয় ইংল্যান্ডের ক্রিকেট দলের কোন কোন খেলোয়াড় সম্পৃক্ত বলে অভিযোগ এবং তাদের বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন৷ এই বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড৷

আজই ইংল্যান্ডের পক্ষ থেকে ইজাজ বাট'কে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা এবং দু:খ প্রকাশ করার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ইসিবি৷ তাদের সঙ্গে যোগ দিয়েছে সেখানকার পেশাদার ক্রিকেট খেলোয়াড়দের সংগঠনও৷ আর এই চিঠি কোন ব্যক্তি নয়, পাঠানো হয়েছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে৷ বোঝা যাচ্ছে জল অনেক দূর গড়াবে৷

এদিকে, প্রচণ্ড এক অস্বস্তির ছিল ইংল্যান্ড সফর, বলেছেন পাকিস্তানের ওয়ান ডে স্কোয়াডের অধিনায়ক শাহিদ আফ্রিদী৷ তিনি তাঁর দলসহ ফিরে গেছেন পাকিস্তানে৷ তিনি সেখানে সাংবাদিকদের বললেন, তাঁর ১৪ বছরের ক্রিকেট জীবনের সবচেয়ে বাজে ছিল এবারের সফর৷ একই সঙ্গে তিনি বলেছেন, যদি এক কথায় বলা যায়, দুঃসাধ্য ছিল পুরো টিম ব্যবস্থাপনা, সেটা বলাও ভুল হবে না৷ পুরো অভিযানে পাকিস্তান টেস্ট সিরিজে হেরেছে, হেরেছে টোয়েন্টি-২০ এবং ওয়ান ডে ম্যাচের সিরিজেও৷

তিনি বলেন, ‘একের পর এক অভিযোগ আসছিল ছেলেদের বিরুদ্ধে, ফলে মোটেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না তাঁরা৷ এমন কি তাঁরা খেলার মাঠের বাইরে, কিংবা হোটেলে বা হোটেলের বাইরেও ছিলেন না স্বাভাবিক৷ তাছাড়া একের পর এক নেতিবাচক সংবাদ ছিল খবরের কাগজের পাতায়৷এ অবস্থায় কে স্বাভাবিক থাকতে পারে বলুন?'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী