1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে তিন দিনের শোক পালন শুরু

১৭ ডিসেম্বর ২০১৪

পেশাওয়ারে স্কুলে তালেবান হামলায় নিহতদের স্মরণে তিন দিনের শোক পালন শুরু হয়েছে৷ ভারতেও স্কুলগুলোতে দুই মিনিট নীরবতা পালন করা হয়৷ আর এই ঘটনায় শোক এবং ঘৃণা প্রকাশে সামাজিক মাধ্যম বেছে নিয়েছেন বিশ্ববাসী৷

https://p.dw.com/p/1E65k
Pakistan Taliban-Überfall auf Schule in Peshawar 16.12.2014
ছবি: Reuters/F. Aziz

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ১৩২ জন স্কুল শিক্ষার্থী সহ ১৪১ জন নিহত হয়৷ এর পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তিন দিনের শোক ঘোষণা করেন৷ বুধবার তার প্রথম দিন৷ এদিন নিহতদের স্মরণে পাকিস্তানে অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়৷ এছাড়া যে রাজ্যে ঘটনা ঘটেছে সেই খাইবার-পাখতুনখোয়া রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অফিস, দোকানপাট বন্ধ রয়েছে৷

এদিকে নিহত কয়েকজনের জানাজা মঙ্গলবারই সম্পন্ন হয়েছে৷ বাকিদের বুধবার হবে৷

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসী মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের উপর থাকা সাময়িক মুলতবি স্থগিত করা হবে৷ অর্থাৎ এই মামলার রায়ে যাদের মৃত্যুদণ্ড দেয়া হবে এখন থেকে সেটা কার্যকর করবে পাকিস্তান৷ সংবিধানে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি থাকলেও এবং বিচারকরা এখনও মৃত্যুদণ্ডের রায় দিলেও ২০০৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর করছে না পাকিস্তান৷ তখন থেকে মাত্র একজনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে পেশাওয়ারের ঘটনায় নিহতদের স্মরণে ভারতে স্কুলগুলোতে দুই মিনিটের নীরবতা পালন করা হয়৷

পেশাওয়ারের ঘটনা সারা বিশ্বকেই শোকাচ্ছন্ন করেছে৷

ভারতের অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘ইকোনমিক টাইমস' এ পেশাওয়ারের ঘটনা৷

হামলায় আক্রান্ত স্কুলটির নবম শ্রেণির শুধুমাত্র এই ছাত্রটিই বেঁচে আছে৷

হামলার সময় জঙ্গিরা নিজের শিক্ষার্থীদের সামনে ছবির এই শিক্ষিকাকে পুড়িয়ে মেরেছে৷

বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন৷

সন্তান হারানো বাবা-মায়ের কষ্ট বোঝার চেষ্টা৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য