আবারো লাশের মিছিল
১১ জানুয়ারি ২০১৩বৃহস্পতিবার বালুচিস্তানের রাজধানী কোয়েটার এক স্নুকার ক্লাবে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮২ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে৷ এলাকাটি শিয়া অধ্যুষিত৷ স্নুকার ক্লাবে যাঁরা ছিলেন তাঁদের প্রায় সবাই-ই শিয়া মুসলমান৷ ধারণা করা হচ্ছিল হামলার পেছনে কোনো সুন্নি উগ্রপন্থী সংগঠন থাকতে পারে৷ পরে জানা গেছে যায় হামলা চালিয়েছে লস্কর-ই-জাংভি নামের একটি সংগঠন৷ স্থানীয় এক সংবাদ পত্রের কার্যালয়ে ফোন করে ওই সংগঠনটি হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ পাকিস্তানের জনসংখ্যা ১৮ কোটির মতো৷ মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ শিয়া৷ পাকিস্তানে তাঁদের ওপর এমন হামলা অবশ্য নতুন কিছু নয়৷ তবে এক হামলায় এত প্রাণহানির ঘটনা খুব কমই ঘটেছে৷
বৃহস্পতিবার দিনটি সাম্প্রতিক সময়ের মধ্যে খুব ভয়াবহ এক দিন ছিল পাকিস্তানের জন্য৷ কোয়েটার স্নুকার ক্লাবে দু-দুটো আত্মঘাতী হামলার ওই ঘটনার বাইরে আরো কিছু হামলা হয়৷ কেয়েটাতেই সামরিক বাহিনীর গাড়ির নীচে পেতে রাখা বোমা বিস্ফোরণে মারা গেছেন ১১ জন৷ এছাড়া, সোয়াত উপত্যকায় মুসল্লিদের এক জমায়েতে চালানো বোমা হামলায় ২২ জন মারা গেছে বলে খবর৷ সব মিলিয়ে একদিনেই কমপক্ষে ১১৫ জন মারা গেছে পাকিস্তানে৷ ২০১১ সালের ১৩ই মে ভয়াবহ এক বোমা হামলায় পুলিশের এক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মারা গিয়েছিল ৯৮ জন৷ বৃহস্পতিবার অবশ্য পাকিস্তানের মানুষকে তার চেয়েও বড় লাশের মিছিল দেখতে হলো৷
এসিবি/ডিজি (এএফপি)