1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে আবার মার্কিন ড্রোন হামলা, নিহত ১৮ জঙ্গি

৬ জুন ২০১১

সোমবার ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ১৮ ডন জঙ্গি নিহত হয়েছে৷ মোট ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/11UxP
বিন লাদেনের হত্যার পর মার্কিন বাহিনী পাকিস্তানের উপজাতীয় এলাকায় জঙ্গিদের উপর হামলা বাড়িয়ে দিয়েছেছবি: picture-alliance/dpa

প্রথম হামলাটি ঘটে ওয়ানা শহরের উত্তর পশ্চিমে শালাম রাগজাই এলাকায় একটি মাদ্রাসার উপর৷ শুক্রবার একই এলাকায় মার্কিন ড্রোন হামলায় নিহত হয় আল কায়েদা নেতা ইলিয়াস কাশ্মীরী৷ এর প্রায় ১৫ মিনিট পর কাছেই ওয়াচা দানা এলাকায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা ঘটে৷ পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা প্রথমে জানিয়েছিলেন, যে কমপক্ষে ৮ জন উগ্রবাদী নিহত হয়েছে৷ প্রথম হামলায় কিছু বিদেশি জঙ্গি এবং দ্বিতীয় হামলায় পাকিস্তানি তালেবান জঙ্গিদের লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে তিনি জানান৷

পাকিস্তানের অ্যাবটাবাদে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যার পর মার্কিন বাহিনী পাকিস্তানের উপজাতীয় এলাকায় জঙ্গিদের উপর হামলা বাড়িয়ে দিয়েছে৷ সোমবার পর্যন্ত মোট ১১টি ড্রোন হামলা চালানো হয়েছে৷ পাকিস্তানের সংসদ মার্কিন ড্রোন হামলা বন্ধ করার দাবি জানালেও মার্কিন প্রশাসন প্রয়োজনে পাকিস্তানে আত্মগোপন করে থাকা জঙ্গিদের উপর যে কোনো ধরণের হামলা চালাতে বদ্ধপরিকর৷ গত বছরই ড্রোন হামলার সংখ্যা প্রায় দ্বিগুণ করে দেয় মার্কিন বাহিনী৷ এর ফলে ৬৭০ জনেরও বেশি নিহত হয়৷ বিন লাদেনের হত্যার ঘটনার পর বিপাকে পড়লেও ড্রোন হামলার প্রতি পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারের প্রচ্ছন্ন সমর্থন আগের মতোই রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ এর মধ্যে কাশ্মীরীর মতো গুরুত্বপূর্ণ জঙ্গির হত্যা সেই নীতিরই সাফল্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে৷

চারিদিক থেকে প্রবল চাপের মুখে পড়ে তালেবান সহ বিভিন্ন সংগঠনের জঙ্গিরাও মরিয়া হয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে৷ রবিবার পেশোয়ার শহরের কাছে এক বাস টার্মিনালের উপর এবং নৌশেরা শহরে একটি বেকারির উপর হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: ফাহমিদা সুলতানা