1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ

৩১ মে ২০১৯

মাঠের কন্ডিশন বিবেচনায় এবারের বিশ্বকাপ ব্যাটসম্যানদের হবে বলে ধারণা করা হচ্ছিল৷ সেই ধারণা পালটে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা৷ পাকিস্তানকে মাত্র ১০৫ রানে গুটিয়ে দেন তাঁরা৷ সাত উইকেটে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ৷

https://p.dw.com/p/3JZvk
Großbritannien Nottingham - ICC World Cup Cricket - West Indies v Pakistan
ছবি: Imageo Images/L. Parker

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৩ ওভার ৪ বলে ১০৮ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ৷ পরিণতিতে ২১৮ বল বাকি রেখে ম্যাচ জিতে বিশ্বকাপ মিশন শুরু করেন ক্রিস গেইল আর নিকোলাস পুরানরা৷

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ৷ তৃতীয় ওভারে গিয়ে উদ্বোধনী জুটি ভাঙে পাকিস্তানের৷ দ্বিতীয় উইকেটে বাবর আজম আর ফখর জামান পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ১৮ রানের জুটি গড়লেও টিকতে পারেননি বেশিক্ষণ৷ এরপর ক্যারিবীয়দের পেস আক্রমণের মুখে একে একে বিদায় নিতে হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের৷

ইনিংস শেষে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোরও ছিল জামান আর আজমের নামের পাশে৷ দুজনই করেছেন ২২ রান করে৷

৫ ওভার ৪ বল বোলিং করে ৪ উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার ওশেন টমাস৷ আর মিডিয়াম ফাস্ট বোলার জেসন হোল্ডার নিয়েছেন ৩ উইকেট৷

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ক্রিস গেইল৷ ৩৪ বলে ৩ ছক্কা আর ৬ চারে ঠিক ৫০ রান করেই আউট হন এই হার্ড-হিটিং ব্যাটসম্যান৷

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন নিকোলাস পুরান৷ এই রান তুলতে তিনি খরচ করেন ১৯ বল৷ ছক্কা মেরে তিনিই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে৷

পাকিস্তানি বোলারদের মধ্যে শুধু মোহাম্মদ আমিরই সফল৷ ২৬ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি৷

চার উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় সর্বনাশ করায় ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ওশেন টমাস৷

এমবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য