পাকিস্তান দলে নতুন অধিনায়কের সন্ধান চান ওয়াকার
২৩ জুলাই ২০১১দলটিকে বেশ কিছুদিন ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন একসময়ের বিশ্বসেরা ফাস্ট বোলার ওয়াকার ইউনিস৷ দলে অধিনায়কত্ব নিয়ে এই সমস্যা তাঁর কাছে নতুন কিছু নয়৷ বর্তমান অধিনায়ক মিসবাহ উল হকের ওপরও তাঁর পুরো আস্থা রয়েছে৷ এরপরও ওয়াকার চান নতুন অধিনায়কের জন্য কাজ শুরু করুক পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ তার কারণ মিসবাহর বয়স বাড়ছে৷ আর কিছুদিন পর যদি তাঁর জায়গা খালি হয় তাহলে দলকে নেতৃত্ব দেওয়ার মত আর কেউ থাকবে না৷
ঘটনা চক্রেই দলের নেতৃত্ব পেয়ে যান দলের অন্যতম মিডল অর্ডার ব্যাটসম্যান মিসবাহ উল হক৷ পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে দ্বন্দ্বের কারণে খেলতে অস্বীকৃতি জানান সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি৷ এর আগে সাফল্য বিহীন বিশ্বকাপ শেষে ওয়ানডে দলের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়৷ ফলে ওয়ানডে এবং টেস্ট এই দুই জায়গাতেই দলের নেতৃত্ব দিচ্ছেন এখন ৩৭ বছর বয়সি মিসবাহ৷ দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই তা পালন করছেন তিনি৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ ড্র এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বিজয় সেটার প্রমাণ দিচ্ছে৷ তবে কোচ ওয়াকার মনে করছেন দলের প্রয়োজনেই নতুন অধিনায়ক খোঁজা দরকার৷ মিসবাহকে নিয়ে তাঁর বক্তব্য, ‘‘৩৬-৩৭ বছর বয়স খুব কম নয়৷ সে এখনও ফিট এবং অধিনায়ক হিসেবেও সে বেশ ভালো করছে৷ তবে বয়সের ছাপ শরীরে পড়বেই৷ তাই আমাদের এখনই নতুন অধিনায়ক গড়ে তোলা দরকার৷''
উল্লেখ্য, আসছে আগস্ট মাসে জিম্বাবোয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল৷ সেখানে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ছাড়াও খেলবে আরও দুইটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ৷ দলের ব্যাটিং লাইনে এখনও বেশ দুর্বলতা রয়ে গেছে, বিশেষ করে ওপেনিং এ৷ দলের এই ব্যাটিং দুর্বলতা দূর করতে সাবেক ওপেনার ব্যাটসম্যানদের সহায়তা চেয়েছেন ওয়াকার ইউনিস৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই