1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান থেকে হামলা চালাতে দেয়া হবে না: ইমরান

৮ মার্চ ২০১৯

জঙ্গি তৎপরতার বিরুদ্ধে চলতি সপ্তাহে অভিযান শুরু করেছে পাকিস্তান৷ এবার কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানও৷

https://p.dw.com/p/3EgY7
ছবি: picture-alliance/AA/Pakistan Prime Ministry Office

কোনো জঙ্গিগোষ্ঠীকে পাকিস্তানের মাটি থেকে বিদেশে হামলা চালানোর সুযোগ দেয়া হবে না, বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান৷ ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে তাঁর সরকারের সাঁড়াশি অভিযান শুরুর কয়েকদিন পরই তিনি এই হুঁশিয়ারি দিলেন৷

প্রতিবেশী ভারতে হামলা চালানো জঙ্গি সংগঠনগুলোর রাশ টেনে ধরতে পাকিস্তানের উপর অব্যাহত চাপ রয়েছে৷ সবশেষ ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান ভিত্তিক সংগঠন জৈশ-ই-মোহাম্মদের হামলায় ভারতের ৪০ প্যারামিলিটারি পুলিশ সদস্য নিহত হন৷ এরপর অত্র অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল৷

এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশ ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহবান জানিয়ে আসছে৷ মুসলিম অধ্যুষিত কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষরত জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে৷ যদিও তা বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সরকার৷

এমন পরিস্থিতিতেই গেল সোমবার জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেয় পাকিস্তান সরকার৷ যার অংশ হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত নিষিদ্ধ বিভিন্ন ঘোষিত সংগঠন পরিচালিত ১৮২টি ধর্মীয় বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে ১২০ জনকে৷

কী বলছেন ইমরান খান

প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘‘পাকিস্তানের মাটি ব্যবহার করে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেবে না বর্তমান সরকার৷'' দক্ষিণ পাকিস্তানে একটি শোভাযাত্রায় দেয়া বক্তৃতায় তিনি এই প্রতিশ্রুতি দেন৷ ‘‘আল্লাহর ইচ্ছায় আপনারা নতুন এক যুগের সূচনা দেখতে পাবেন৷'' শান্তিপূর্ণ ও স্থিতিশীল পাকিস্তানের জন্য বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা কোনো জঙ্গিগোষ্ঠীকে আমাদের দেশে আর তৎপরতা চালানোর সুযোগ দিব না৷'' 

অবশেষে খুলছে পাকিস্তানের আকাশপথ

তবে ইমরান খানের আগেও পাকিস্তানের সরকারগুলো অতীতে এমন প্রতিশ্রুতি দিয়েছিল৷ ২০০২ সালের শুরুতে পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো ভারতের সংসদে হামলার চালানোর পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়৷ এরপর এসব সংগঠনের বিরুদ্ধে অভিযানের তোড়জোড় শুরু হলেও কিছুদিন পরই তা আবার থেমে যায়৷ এমন প্রেক্ষাপটে পাকিস্তানের নতুন তৎপরতাকে লোক দেখানো হিসেবেই অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ৷ যদিও পাকিস্তান সরকারের দাবি ভারতের ক্ষুব্ধ হওয়ার কারণে নয়, জঙ্গিদের বিরুদ্ধে তাদের এই অভিযান দীর্ঘদিনের পরিকল্পনারই অংশ৷

এফএস/জেডএইচ (রয়টার্স)