পাঁচদিনের সামরিক মহড়া তাইওয়ানে
২৩ জুলাই ২০২৪সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। চীন আক্রমণ করলে তার মোকাবিলা যাতে করা যায়, সেদিকে লক্ষ্য রেখেই এই মহড়া শুরু হয়েছে।
গত ২০ মে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই যে ভাষণ দিয়েছিলেন, চীন তার তীব্র নিন্দা করেছে। চীনের মতে, ওই ভাষণ ছিল পুরোপুরি বিচ্ছিন্নতাবাদী কথায় ভরা। তারা সামরিক পথে তাইওয়ান নিয়ে নেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।
মহড়ায় কী হবে?
তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের সামরিক মহড়া ও কুচকাওয়াজের লক্ষ্য হলো রাজধানীতে নিজেদের পরিকাঠামো রক্ষা করা ও দেশজুড়ে নিজেদের সম্পদ রক্ষা করার বিষয়টি নিশ্চিত করা।
সোমবার তাইওয়ানের সেনা তাইপেইয়ের একটি প্রধান বন্দর রক্ষা করার বিষয়টি নিয়ে মহড়া করেছে। বিমানবন্দরকে কীভাবে রক্ষা করা হবে, সেই মহড়াও হয়েছে। বৃহস্পতিবার তাইওয়ানের বিমানবন্দর কুচকাওয়াজের জন্য এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। রাতে কীভাবে পরিকাঠামো বাঁচানো হবে, সেই মহড়াও হচ্ছে।
গত চার বছর ধরে চীন তাইওয়ানকে ঘিরে বারবার সামরিক মহড়া করেছে।
জিএইচ/এসজি (রয়টার্স, ডিপিএ)