1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ সমাজকর্মী পেলেন বিকল্প নোবেল পুরস্কার

আব্দুল্লাহ আল-ফারুক১ অক্টোবর ২০০৮

জার্মানি, ভারত, সোমালিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ সমাজকর্মী ২০০৮-এর বিকল্প নোবেল পুরস্কারে ভূষিত হলেন৷ বুধবার স্টকহোমে পুরস্কারদাতা রাইট লাইভলিহুড ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খবর দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/FSPF
সোমালিয়ার নারী অধিকার সংগ্রামী আশা হাগিছবি: picture-alliance/dpa

সংঘাত এলাকায় নারী নিগ্রহের শিকার হওয়া মেয়েদের সাহায্যকারী সংগঠন মেডিকা মন্ডিয়ালের প্রতিষ্ঠাতা জার্মানির কোলন শহরে কর্মরত নারী রোগ বিশেষজ্ঞ মনিকা হাউজার, ভারতের দলিত সম্প্রদায়ের অধিকার রক্ষায় নিয়োজিত দম্পতি কৃষ্ণাম্মাল জগন্নাথন ও শংকরালিঙ্গম, সোমালিয়ার নারী অধিকার সংগ্রামী আশা হাগি এবং মার্কিন সাংবাদিক এমি গুডম্যান এ বছরের বিকল্প নোবেল জয়ী৷ পাঁচ প্রাপকের মধ্যে চারজনই নারী৷ জার্মান-সুইডিশ সাংবাদিক, লেখক ও মানবপ্রেমী ইয়াকব ফন উয়েক্সকুল প্রতিষ্ঠিত স্টকহোমের রাইট লাইভলিহুড ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে এই বিকল্প নোবেল দিয়ে আসছে৷

Alternativer Nobelpreis 2008 für Amy Goodman
এই প্রথম একজন সাংবাদিক বিকল্প নোবেল পেলেন৷ তিনি অ্যামেরিকার এমি গুডম্যানছবি: picture-alliance/dpa

বিকল্প নোবেল পুরস্কার দাতা রাইট লাইভলিহুড ফাউন্ডেশনের পক্ষ থেকে ওলে ফন উয়েক্সকুল বলেছেন, পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন যাঁরা তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে কৃতির পরিচয় দিয়েছেন৷

সুইজারল্যান্ডে জন্ম নেয়া জার্মানির কোলন শহরে কর্মরত গাইনোকলজিস্ট মনিকা হাউজার তাঁর প্রতিষ্ঠিত মেডিকা মন্ডিয়ালে সংস্থার মাধ্যমে দীর্ঘ দিন ধরে আফগানিস্তান থেকে শুরু করে গণতান্ত্রিক কংগো প্রজাতন্ত্র পর্যন্ত যুদ্ধ এলাকা ও যুদ্ধোত্তর সংঘাত এলাকায় বহু মহিলা ও অল্প বয়সী মেয়েদের নিয়ে কাজ করেছেন৷ হাউজার নিজে বলেছেন, যত সংঘাত এলাকায় তিনি কাজ করেছেন, তার মধ্যে গণতান্ত্রিক কংগো প্রজাতন্ত্রে মেয়েদের অবস্থাই তাঁর কাছে সবচেয়ে শোচনীয় মনে হয়েছে৷

Monika Hauser gewinnt "alternativen Nobelpreis"
মনিকা হাউজারছবি: AP

ভারতের মানবাধিকার সংগ্রামী দম্পতি কৃষ্ণাম্মাল ও শংকরালিংগম জগন্নাথন ল্যান্ড ফর দ্য টিলার্স ফ্রিডম সংগঠনের প্রতিষ্ঠাতা৷ ভূমিহীন মানুষদের মাঝে জমি বন্টনের কাজের মধ্য দিয়ে তাঁরা সামাজিক সুবিচার ও স্থায়ী মানবিক উন্নয়নের গান্ধীবাদী আদর্শের বাস্তব রূপ দিয়েছেন৷ তাই তাঁদেরকে এই বিকল্প নোবেল পুরস্কার, বলেছেন জুরি মন্ডলী৷

সোমালিয়ার আশা হাগিকে এই পুরস্কার দেয়া হয়েছে তার কারণ তিনি অসীম ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাঁর যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ও সম্প্রীতির প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন৷

এই প্রথম একজন সাংবাদিক বিকল্প নোবেল পেলেন৷ তিনি অ্যামেরিকার এমি গুডম্যান৷ নিরপেক্ষ স্বাধীন সাংবাদিকতার এক উদ্ভাবনী মডেল গড়ে তুলেছেন তিনি৷

এ বছর বিকল্প নোবেল-এর অর্থমূল্য মোট তিন লাখ ডলার৷ ৮ ডিসেম্বর সুইডিশ পার্লামেন্টে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়া হবে প্রাপকদের হাতে৷