1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পশ্চিমা ঐক্যে চিড় ধরাতে চাইছে রাশিয়া’

৫ মার্চ ২০২৪

জার্মান বিমানবাহিনীর কর্মকর্তাদের সংলাপ ফাঁস করে মস্কো পশ্চিমা জগতে বিভাজন ঘটাতে চাইছে বলে ওয়াশিংটন মনে করছে৷ জার্মান চ্যান্সেলর শলৎ আবার ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরোধিতা করেছেন৷

https://p.dw.com/p/4dARk
মস্কোয় ফেডারেল অ্যাসেম্বলিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন
মার্কিন প্রশাসন মনে করে, জার্মান বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের গোপন কথোপকথন ফাঁস করে পশ্চিমা ঐক্যে চিড় ধরাতে চাইছে রাশিয়াছবি: Evgenia Novozhenina/REUTERS

জার্মান বিমানবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের গোপন কথোপকথন ফাঁস করে রাশিয়া আসলে পশ্চিমা ঐক্যে চিড় ধরাতে চাইছে বলে মনে করছে মার্কিন প্রশাসন৷ হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেন, মস্কো বিভাজন ঘটাতে সাহসি ও স্বচ্ছ এই প্রচেষ্টা চালিয়েছে৷ তাছাড়া ইউক্রেনের জন্য সহায়তার ক্ষেত্রে জার্মান সরকারের মধ্যেই ঐক্যের অভাব রয়েছে বলে মস্কো প্রতিপন্ন করতে চাইছে৷ কিরবি আরো বলেন, একাধিক দেশ নিজস্ব সাধ্যমতো ইউক্রেনের সহায়তা করছে৷ তিনি জার্মানির সক্রিয় ভূমিকার প্রশংসা করেন৷ উল্লেখ্য, এর আগে জার্মানি রাশিয়ার এই আচরণকে ‘তথ্য যুদ্ধ' হিসেবে বর্ণনা করেছিল৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস আরো একবার ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন৷ সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু স্থির করতে প্রোগ্রামিং-এর জন্য জার্মান সৈন্যদের সহায়তার প্রয়োজন হবে বলে তিনি দাবি করেছেন৷ শলৎস বলেন, চ্যান্সেলর হিসেবে তিনি এভাবে জার্মানিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে দিতে পারেন না৷

ইউক্রেনকে উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ব্রিটেন ও ফ্রান্স নিজস্ব সৈন্যদের প্রোগ্রামিং-র কাজে লাগাচ্ছে বলেও শলৎস আগে ইঙ্গিত করেছিলেন৷ ফলে বিষয়টি কেন্দ্র করে ইউরোপীয় স্তরে অস্বস্তি সৃষ্টি হচ্ছে৷ বিরোধী পক্ষ ও অনেক বিশেষজ্ঞদের দাবি, শলৎসের এমন সব দাবি মোটেই পুরোপুরি সত্য নয়৷ উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ইউক্রেনীয় সৈন্যরাই উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম৷ তবে সেক্ষেত্রে এমন ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে আরো সময় লাগবে বলে তাঁরা মনে করছেন৷

শলৎসের বক্তব্য সত্ত্বেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানির সক্রিয় ভূমিকার অভিযোগ করছে৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জার্মান রাষ্ট্রদূতকে তলব করে এ বিযয়ে কৈফিয়ৎ চেয়েছে মস্কো৷ রাশিয়ার ভূখণ্ডের উপর হামলার ‘ষড়যন্ত্র' চলছে বলে ক্রেমলিনের নেতারা অভিযোগ করছেন৷ অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী সেতু ধ্বংস করতে জার্মানি ইউক্রেনের সহায়তা করতে চাইছে, রুশ নেতাদের মন্তব্যে এমন মারাত্মক দাবি উঠে আসছে৷ জার্মানি তথা পশ্চিমা বিশ্বের উপর পালটা হামলারও হমকি দিচ্ছেন তারা৷

গোটা ঘটনাকে কেন্দ্র করে জার্মানির রাজনীতি জগতে জোরালো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ সম্ভবত আগামী সোমবারই সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগে প্রতিরক্ষা বিষয়ক কমিটি জরুরি বৈঠকে বসছে৷ সেখানে চ্যান্সেলর শলৎসও বক্তব্য রাখবেন বলে শোনা যাচ্ছে৷ তার আগে সেনাবাহিনীর তথ্য ফাঁস সম্পর্কে তদন্তে যথেষ্ট অগ্রগতি হবে বলে রাজনৈতিক নেতারা আশা করছেন৷ ভবিষ্যতে জার্মান সেনাবাহিনীর যোগাযোগ আরো সুরক্ষিত করার বিষয়েও অগ্রগতির আশা জাগছে৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)