পর্যটকদের স্বর্গ হতে চায় রাশিয়া
১৫ অক্টোবর ২০১০রাশিয়া, বিশেষ করে মস্কোর রেড স্কোয়্যার, ক্রেমলিন – এইগুলো ঐতিহাসিক জায়গা৷ এসব দেখার স্বপ্ন থাকে যারা ঘুরতে ভালোবাসেন, তাদের সবারই৷ সাথে সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত যাদুঘর৷ দর্শনীয় এইসব জায়গা দেখার সবধরণের সুযোগ এবং সুবিধের জন্যে আছে বিলাসবহুল সব হোটেলের ব্যবস্থা, রয়েছে নিশ্চিত সার্ভিস এবং পর্যটকদের একেবারে যাকে বলে, ব্যুরোক্র্যাটিক সদরদপ্তর৷ রাশিয়া পর্যটকদের সুযোগ সুবিধার সব ব্যবস্থাই রেখেছে৷
কিন্তু তারপরেও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আকর্ষণ করতে না পারায় সব কিছু পরিবর্তন করে ২০১৬ সাল নাগাদ রাশিয়াকে পর্যটকদের স্বর্গে পরিণত করার এক উচ্চাকাঙ্খি কর্মসূচি হাতে নিয়েছে রুশ সরকার৷ দেশটির পর্যটন ও ক্রীড়া উপ মন্ত্রী নাদেজদা নাজিনা বলেছেন, ‘‘একজন বিদেশি দর্শনার্থী যেন রাশিয়ায় এসে আরামবোধ করেন, সেজন্যে যা যা করার তার সবই আমরা করছি৷''
তিনি বলেন, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা এবং বিজ্ঞাপন প্রচারসহ অবকাঠামো উন্নয়নের জন্যে রুশ সরকার খুব শিগগিরি ১ হাজার ১শ ৭০ কোটি ডলারের একটি পরিকল্পনা হাতে নেবে৷ মন্ত্রী বলেন, এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে পাঁচ বছরের মধ্যে ৪ কোটিরও বেশি পর্যটক প্রতি বছর রাশিয়া সফর করবেন৷
কেন্দ্রীয় পর্যটন দপ্তরের হিসেব অনুযায়ী, রাশিয়া গত বছর আকর্ষণ করতে পেরেছিল মাত্র ২৩ লাখ পর্যটককে৷ অন্যদিকে বিশ্ব পর্যটন সংস্থার হিসেবে ২০০৯ সালে সবচেয়ে বেশি পর্যটক গেছেন ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে৷ এর মধ্যে ৭ কোটি ৪০ লাখ পর্যটক টেনেছে ফ্রান্স এবং সাড়ে পাঁচ কোটি পর্যটক গেছেন যুক্তরাষ্ট্রে৷ এছাড়া ইটালিতে গত বছরে পর্যটকের সংখ্যা ছিল ৪ কোটি ৩০ লাখ৷
তাই প্রত্যাশা পূরণ করতে হলে রাশিয়াকে অনেক বেশি পর্যটক আকর্ষণ করতে হবে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন