1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

পর্নস্টারকে টাকা দিয়ে অভিযুক্ত ট্রাম্প

৩১ মার্চ ২০২৩

ট্রাম্পের অ্যাটর্নিকে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্টকে সারেন্ডার করতে হবে। যদিও ট্রাম্প এর তীব্র সমালোচনা করেছেন।

https://p.dw.com/p/4PWlY
ট্রাম্প
ছবি: Sue Ogrocki/AP/picture alliance

পর্নস্টার ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ট্রাম্প। কারণ, এক যুগ আগে ট্রাম্প তার যৌন নিগ্রহ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন ড্যানিয়েল। নির্বাচনের আগে এনিয়ে ড্যানিয়েল যাতে আর মুখ না খোলেন, সে জন্যই তাকে ওই টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কংগ্রেসের সামনে আগেই টেস্টিমোনি দিয়েছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরির সামনেও তিনি বলেছেন, তার অ্যাকাউন্টে ট্রাম্প ওই টাকা দিয়েছিলেন। পরে কোহেন সেই টাকা ড্যানিয়েলের অ্যাকাউন্টে ফেলেন।

গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টরমি ড্যানিয়েলের অভিযোগ নিয়ে রীতিমতো বিতর্ক হয়েছিল। ট্রাম্প তাকে টাকা দিয়ে চুপ করাতে চাইছেন, এই অভিযোগ তখনই উঠেছিল। পরে নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি মামলাটি দেখতে শুরু করে। বৃহস্পতিবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে ট্রাম্পকে। পরিভাষায় যাকে ইনডিক্টমেন্ট বলে। ৭৬ বছরের ট্রাম্প অ্যামেরিকার প্রথম প্রেসিডেন্ট যার ফৌজদারি মামলায় ইনডিক্টমেন্ট হলো।

ম্যানহাটান ডিসট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেছেন, ''ট্রাম্পের অ্যাটর্নিকে যোগাযোগ করা হয়েছে। ট্রাম্পকে আদালতের সামনে সারেন্ডার করতে হবে।'' তবে ইনডিক্টমেন্টে ট্রাম্পকে ঠিক কী শাস্তি দেওয়া হয়েছে, কোন কোন চার্জ তার উপর লাগানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। চার্জ এবং শাস্তি ঘোষণার জন্য আরেকটি দিন নেওয়া হবে।

এমন যে কিছু হতে চলেছে, তা আগেই আশঙ্কা করেছিলেন ডনাল্ড ট্রাম্প। নিজের তৈরি করা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত ১৮ মার্চ তিনি লিখেছিলেন, যে কোনো দিন তাকে গ্রেপ্তার করা হতে পারে।

এদিন ইনডিক্টমেন্টের পর সরাসরি ব্র্যাগকে আক্রমণ করেছেন ট্রাম্প। বলেছেন, জো বাইডেনের অন্যায় রাজনীতির রাস্তা ধরেই এগিয়েছেন ব্র্যাগ। সংকীর্ণ রাজনীতির শিকার তিনি। এদিন ফের ট্রাম্প জানিয়েছেন, যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। ট্রাম্পের বক্তব্য, ২০২৪ সালে তিনি যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন, তার জন্যই এই চক্রান্ত। এটি প্রমাণ করে, বাইডেনের মতো বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটরা কী ধরনের রাজনীতি করেন।

ট্রাম্পের ইনডিক্টমেন্ট নিয়ে খুশি নয় রিপাবলিকানরা। সেনেটর টেড ক্রুজ বলেছেন, ''বিচার বিভাগকে রাজনীতি কীভাবে প্রভাবিত করছে, এই রায় তা প্রমাণ করে।''

কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ইনডিক্টমেন্ট একটা দাগ তৈরি করে দিল। এই কাজ মেনে নেওয়া যায় না।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)