1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশব্রাজিল

পরিবেশবিধি ভাঙার দায়ে নেইমারের ৩৫ কোটি জরিমানা

৪ জুলাই ২০২৩

রিও ডি জানেরোর সমুদ্রতটের কাছে বিশাল বাড়িতে কৃত্রিম লেক বানিয়েছিলেন নেইমার। তার জন্য এই জরিমানা দিতে হবে তাকে।

https://p.dw.com/p/4TNY6
এই সমুদ্রতটে নেইমারের বিলাসবহুল বাড়িতে তিনি পরিবেশবিধি ভেঙেছেন বলে অভিযোগ।
এই সমুদ্রতটে নেইমারের বিলাসবহুল বাড়িতে তিনি পরিবেশবিধি ভেঙেছেন বলে অভিযোগ।ছবি: Mauro PIMENTEL/AFP

পরিবেশবিধি মানেননি ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। নিজের বিলাসবহুল বাড়িতে বেআইনিভাবে তৈরি করেছিলেন কৃত্রিম লেক। এরপরই স্থানীয় পুর কর্মকর্তারা সোমবার নেইমারকে ৩৫ কোটি টাকা জরিমানা করেন।

নেইমারের এই বিলাসবহুল বাড়ির দাম কোটি কোটি টাকা। সেখানে হেলিপোর্ট থেকে শুরু করে অনেক জিনিসই আছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা সোমবার নেইমারের বিলাসবহুল বাড়িতে যান। সেখানে তখন কৃত্রিম লেক ও বিচ বানানো হচ্ছিল। কোনো অনুমতি ছাড়া এবং পরিবেশবিধি ভেঙে তা তৈরি করা হচ্ছিল। এর জন্য একটা নদীর জল নিজের বাড়িতে ঘুরিয়ে দিয়েছিলেন নেইমার।

২০২০ সালে উপর থেকে তোলা নেইমারের বিলাসবহুল বাড়ির ছবি।
২০২০ সালে উপর থেকে তোলা নেইমারের বিলাসবহুল বাড়ির ছবি। ছবি: Mauro PIMENTEL/AFP

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে নেইমার বাড়িতে পার্টি করেছেন। তখন তিনি লেকের জলে স্নানও করেছেন।

কর্তৃপক্ষের নির্দেশ, এখন সব কাজ বন্ধ রাখতে হবে। পুরো জায়গাটা ঘিরে রাখতে হবে। নেইমারের বিরুদ্ধে একটি মামলাও করেছেন তারা।

নেইমারের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

জিএইচ/এসজি(রয়টার্স, ইএফই, এএফপি)