1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু নির্মাণে আইডিবি'র সঙ্গে ঋণচুক্তি

২৪ মে ২০১১

পদ্মা সেতু বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ১হাজার ২২ কোটি টাকার ঋণচুক্তি সই হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক - আইডিবির সঙ্গে৷ এই সেতু হলে দক্ষিণাঞ্চলের ৩ কোটি মানুষ সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হবে৷

https://p.dw.com/p/11MkU
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: DW

সাড়ে ৬ কি.মি. দীর্ঘ পদ্মা সেতু হবে এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের ৩য় দীর্ঘ সেতু৷ আইডিবির সঙ্গে আজ ঋণচুক্তি সইয়ের মধ্য দিয়ে এই সেতু নির্মাণের কাজ আরো এক ধাপ এগিয়ে গেল৷ আইডিবি বাংলাদেশকে ১হাজার ২২ কোটি টাকা ঋণ দিচ্ছে বিনা সুদে৷ শুধু শতকরা আড়াইভাগ সার্ভিস চার্জ দিতে হবে৷ শোধ করতে হবে ২৪ বছরে৷ ঢাকায় আজ চুক্তি সই করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং আইডিবির প্রধান ড. আহম্মেদ মোহাম্মদ আলি৷

Bangladesch unterzeichnet Kredit mit der Islamischen Entwicklungsbank
আইডিবির প্রধান ড. আহম্মেদ মোহাম্মদ আলিছবি: DW

চুক্তি সইয়ের পর অর্থমন্ত্রী মুহিত বলেন, স্বচ্ছতার সঙ্গে এবং সঠিক সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে৷

এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে এই পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ৩ কোটি মানুষকে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করবে৷ এতে দেশের মোট উৎপাদন ১দশমিক ২ ভাগ বাড়বে এবং দারিদ্র্য কমবে ১ ভাগ৷ আইডিবির প্রধান ড. আহম্মেদ মোহাম্মদ আলি বলেন, তারা বাংলাদেশে তাদের সহায়তা অব্যাহত রাখবেন৷ এবং পদ্মা সেতু প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়িত হবে বলে তিনি আশা করেন৷

Bangladesch unterzeichnet Kredit mit der Islamischen Entwicklungsbank
স্বাক্ষরিত হলো ঋণচুক্তিছবি: DW

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ছিলেন উচ্ছ্বসিত৷ তিনি পদ্মা সেতুতে সহায়তাকারী সব দাতা সংস্থাকে এই বলে আশ্বস্ত করেন যে বাংলাদেশে এটি হবে সবচেয়ে স্বচ্ছ প্রকল্প৷

পদ্মা সেতু নির্মাণে মোট খরচ হবে সাড়ে ২১ হাজার কোটি টাকা৷ এর মধ্যে বিশ্ব ব্যাংকের সঙ্গে পৌনে ৯ হাজার কোটি টাকা, জাপানের সঙ্গে ৩ হাজার কোটি টাকা এবং আইডিবির সঙ্গে ১হাজার ২২ কোটি টাকার ঋণচুক্তি সই হল৷ আর ৬ই জুন এডিবির সঙ্গে সাড়ে ৪ হাজার কোটি টাকার চুক্তি সই হবে৷ এই সেতু নির্মাণে ১৭ হাজার ১শ' ৯১ কোটি টাকার যোগান দিচ্ছেন দাতারা৷ আর বাংলাদেশ সরকার তার অভ্যন্তরীণ উৎস থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার যোগান দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক