1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগের পরও প্রধানমন্ত্রী মাহাথির

২৫ ফেব্রুয়ারি ২০২০

মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর এখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন৷ মঙ্গলবার সকালে তিনি বিভিন্ন দলের সাংসদের সঙ্গে বৈঠক করেন৷

https://p.dw.com/p/3YOBY
Mahathir Mohamad, ehemaliger Premierminister Malaysias
ছবি: picture alliance/MAXPPP

এসব আলোচনায় মাহাথির সাংসদদের কাছে একটি মহাজোট সরকার গঠনের প্রস্তাব করেন বলে জানা গেছে৷

তবে বিরোধী দলগুলো মাহাথিরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে৷ ‘‘আমরা সংসদ ভেঙে দেয়ার আহ্বান জানাচ্ছি৷ জনগণকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া উচিত,'' বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের আনুয়ার মুসা৷ এই সময় আরও তিনটি বিরোধী দলের সদস্য উপস্থিত ছিলেন৷

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রিত্ব করা মাহাথির ২০১৮ সালের নির্বাচনে জিতে আবারও ক্ষমতায় গিয়েছিলেন৷ ঐ নির্বাচনের আগে তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট বেঁধেছিলেন৷ আনোয়ার ইব্রাহিম একসময় মাহাথিরের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ছিলেন, এবং তাঁকে মাহাথিরের উত্তরসূরি বিবেচনা করা হতো৷ কিন্তু ১৯৯৮ সালে মালয়েশিয়ার অর্থনৈতিক সংকটের সমাধান নিয়ে দ্বন্দ্বের কারণে আনোয়ারকে বরখাস্ত করেন মাহাথির৷ এরপর সমকামিতা আর দুর্নীতির দায়ে তাঁকে কারাদণ্ডও দেয়া হয়৷

২০১৮ সালের নির্বাচনের আগে আনোয়ারের দলের সঙ্গে জোট বাঁধেন মাহাথির মোহাম্মদ৷ তাঁদের মধ্যে একটি চুক্তিও হয়৷ এতে বলা হয়, নির্বাচনে জিতলে মাহাথির প্রধানমন্ত্রী হবেন এবং আনোয়ারকে কারামুক্ত করে দুই বছরের মধ্যে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি করবেন৷

আগামী নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলনের পর আনোয়ারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন মাহাথির৷

তবে আনোয়ারের দলের একাংশ প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারের জায়গায় আজমিন আলীকে চাইছিলেন৷ তাঁরা সপ্তাহান্তে আনোয়ারকে বাদ দিয়ে একটি সরকার গঠনের চেষ্টা শুরু করেছিলেন৷ বিরোধী নেতারাও এতে অংশ নেন৷ অবশ্য সোমবার সকালের মধ্যে সেই সম্ভাবনা মিইয়ে আসে৷

এরপর স্থানীয় সময় দুপুর একটায় মাহাথির মোহাম্মদ রাজার কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান৷ তার আগে মাহাথিরের দল আনোয়ারের সঙ্গে গড়ে তোলা জোট থেকে সরে আসার কথা জানায়৷ আনোয়ারের দলের ১১ সাংসদও পদত্যাগ করেন বলে জানানো হয়৷

এরপর বিকালে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথিরকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেন দেশটির রাজা৷

এছাড়া সরকার গঠনের লক্ষ্যে দেশটির ২২১ সাংসদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি৷ কারণ নিয়ম অনুযায়ী, সংসদে বেশিরভাগ সাংসদের সমর্থন থাকা ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়ে থাকেন রাজা৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য