ন্যানো এবার ইউরোপে, নাম 'টাটা ইউরোপা'
৬ মার্চ ২০০৯'সবার জন্য গাড়ি' - এমনই একটা ইচ্ছে নিয়ে ন্যানো তৈরীর পরিকল্পনা করেছিলেন রতন টাটা৷ আর হলোও তাই৷ সমস্ত বিশ্ববাসীকে অচিরেই তিনি অবাক করলেন বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ন্যানো উপহার দিয়ে৷
কিন্তু, ন্যানো-কে শুধুমাত্র ভারতীয় বাজারে আবদ্ধ রাখতে চায় নি ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটর্স৷ জেনেভার অটো শো-তে রতন টাটা সাংবাদিকদের তাই জানিয়ে দিলেন, যে ন্যানো এবার ইউরোপের বাজারেও আসছে৷ আর ইউরোপে টাটা মোটর্সের তৈরী ঐ ন্যানো গাড়িটির নাম হবে 'টাটা ইউরোপা'৷
ন্যানো বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি৷ সেটা ঠিক৷ ভারতীয় বাজারে এর দাম মাত্র ১,৫০০ ইউরো৷ কিন্তু, কি এমন বিশেষত্ব এই গাড়ির ? টাটা মোটোর্স-এর কর্মকর্তা রভি কান্ত জানান : তরুণ সম্প্রদায়ের কাছে এই গাড়ি ভীষণ আকর্ষনীয়৷ আর সেটাই সবচেয়ে বড় কথা৷ ন্যানো দেখতে ভালো৷ আধুনিকও বটে৷ এমনকি প্রযুক্তিগত দিক দিয়েও৷
সত্যিই তাই৷ 'জনগনের গাড়ি' নামে পরিচিত এই গাড়িটিতে রয়েছে চারটি দরজা৷ ন্যানো দৈর্ঘ্যে ১০ ফিট এবং প্রস্থে ৫ ফিট৷ আর শক্তি সরবরাহের জন্য পাঁচ আসন বিশিষ্ট এই গাড়িতে ব্যবহৃত হয়েছে ৩৩ বিএইচপি এবং ৬২৩ সিসি দুই সিলিন্ডার-বিশিষ্ট ইঞ্জিন৷ যা কিনা শুধুমাত্র দামের দিক থেকেই নয়, তেল খরচের ক্ষেত্রেও বেশ সাশ্রয়ী৷
এছাড়া, এতে ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে খরচ হবে মাত্র ৫ লিটার তেল৷ তার মানে, ৩৩ অশ্ব শক্তির টাটা ন্যানো ঘন্টায় ৬৫ মাইল পাড়ি দিতে সক্ষম৷ তবে এখানেই শেষ নয়৷ রভি কান্ত জানান, যে ন্যানোতে উন্নত হ্যান্ডেলিং-এর জন্য সংযোজিত হয়েছে ছোট ছোট চারটি চাকা৷ আর দৈর্ঘ্যে-প্রস্থে ছোট হলেও, জিনিস-পত্র রাখার জন্যে এতে একটি ছোট ট্রাঙ্কও রয়েছে৷ তাই অনায়াসে ন্যানো হয়ে উঠবে ভ্রমণোপযোগী৷
তবে ন্যানো-র যে সংস্করণ ইউরোপে বিক্রি হবে, তা হবে ভারতীয় বাজারের জন্য তৈরী ন্যানোর থেকে আলাদা৷ কারণ খুব স্বাভাবিকভাবেই, ন্যানো-কে ইউরোপে ভিন্ন ধরনের নিরাপত্তা ও পরিবেশ দূষণ মান পূরণ করতে হবে৷ জানালেন টাটা মোটর্সের চেয়ারম্যান রতন টাটা নিজেই৷ তিনি অত্যন্ত খুশির সঙ্গে বলেন : ন্যানো-কে ইউরোপের বাজারে আনতে পেরে - আমরা সত্যিই আনন্দিত৷ ইউরোপকে আমরা এবার দেখাতে চাই, যে ভারতীয় পণ্যও ইউরোপের তুলনায় কোন অংশে কম নয়৷
এদিকে, ইউরোপে ন্যানোর দাম কতো হবে - তা এখনই সঠিকভাবে বলা না গেলেও, অন্ততপক্ষে ৫০০০ ইউরো যে হবে - তা বলাই বাহুল্য৷ অন্যদিকে, আগামীতে ইউরোপের বাজারে টাটার আরো দুটি মডেল ছাড়া হবে বলে জানা গেছে৷ এদের মধ্যে, ২০১০ সালে একটা বিদ্যুৎ চালিত গাড়ি আর ২০১১-তে প্রিমিয়াম সেডান বা 'প্রিমা' ছাড়া হবে ইউরোপে৷ উল্লেখ্য, বর্তমানে ইতালি, স্পেন এবং পোল্যান্ডে টাটার চারটি মডেলের গাড়ি বিক্রি হচ্ছে বলে জানা গেছে৷