1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতানিয়াহুর সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১০ জুন ২০২০

পশ্চিম তীরে ইহুদিদের জন্য আরো বসতি গড়বে ইসরায়েল৷ এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির অবস্থান তুলে ধরে নেতানিয়াহুকে সতর্ক করার জন্য জেরুসালেম সফর করছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷

https://p.dw.com/p/3dZOG
ছবি: Reuters/R. Zvulun

১৯৬৭ সালের যুদ্ধের সময় পশ্চীম তীরের এক তৃতীয়াংশ দখল করে নিয়েছিল ইসরায়েল৷ সেই অংশের নিয়ন্ত্রণ স্থায়ীভাবে ইসরায়েলকে দিয়ে বাকি অংশে ফিলিস্তিনের স্বায়ত্বশাসন আরো জোরদার করার পরিকল্পনা ডনাল্ড ট্রাম্পের৷ এই পরিকল্পনার অংশ হিসেবে পশ্চীম তীরে ইহুদিদের জন্য আরো বসতি গড়ে তুলবে ইসরায়েল৷

আগামী ১ জুলাই ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব নেবে জার্মানি৷ সেদিনই পশ্চিম তীরে আরো নতুন বসতি গড়ার পরিকল্পনা সংসদে উপস্থাপন করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷

ইসরায়েলের এ পরিকল্পনা নাকচ করে মঙ্গলবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শ্তায়েহ বলেছেন, ইসরায়েল তা বাস্তবায়নের পথে এগোলে পুরো পশ্চিম তীর এবং গাজা মিলিয়ে ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হবে৷ তিনি আরো বলেন, ইসরায়েলের এ উদ্যোগ আন্তর্জাতিক মহলের দুই প্রতিবেশীর সহাবস্থান নিশ্চিত করার সমস্ত উদ্যোগ নস্যাৎ করে দেবে৷

শুরু থেকেই যুক্তরাষ্ট্র সমর্থিত এ পরিকল্পনার বিরোধিতা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন৷ করোনা সংকট শুরুর পর ইউরোপের বাইরে প্রথম সফরে নেতানিয়াহুকে সে বিষয়টিই সবিস্তারের জানাবেন হাইকো মাস৷

ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির ভবিষ্যৎ এবং আরো কিছু আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাৎসি এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎস-এর সঙ্গেও বৈঠক করবেন হাইকো মাস৷ সববশেষে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ভিডিও কনফারেন্স হবে বলেও আশা করা হচ্ছে৷

এসিবি/ কেএম (এপি, এএফপি, ডিপিএ)

গত বছরের ২২ অক্টোবরের ছবিঘরটি দেখুন...