1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডে রাগবি বিশ্বকাপ

১২ এপ্রিল ২০১১

২০০৭ সালে রাগবি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে৷ চার বছর পর অর্থাৎ ২০১১ সালের রাগবি বিশ্বকাপ এবার নিউজিল্যান্ডে৷

https://p.dw.com/p/10rut
চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের রাগবি ম্যাচছবি: AP

সম্প্রতি ক্রাইস্টচার্চের ভূমিকম্পের পর বিশ্বকাপের এই আয়োজনের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আবারো উদ্বুদ্ধ করা হচ্ছে৷

প্রধান আয়োজক মার্টিন স্নেডেন বলেন, এদেশের মানুষ ভূমিকম্পের পর ভীষণভাবে ভেঙে পড়েছে৷ তারা অনেক কিছু হারিয়েছে, আত্মীয়-স্বজন, প্রিয়জন৷ আর তাই আমরা এমনভাবে এই বিশ্বকাপকে উপস্থাপন করতে চাই,যাতে সবাই আবারো বেঁচে থাকার প্রেরণা, উৎসাহ নতুন করে খুঁজে পায়৷

বলা প্রয়োজন, রাগবি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৫০ দিন বাকি রয়েছে৷ সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হবে ২০১১ সালের রাগবি বিশ্বকাপ৷ খেলবে ২০টি দেশ৷ গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবারও হট ফেভারিট৷

ফ্রেব্রুয়ারি মাসের ভূমিকম্প ইতিমধ্যেই অনেক পিছিয়ে দিয়েছে আয়োজনের কাজ তবে থেমে নেই নিউজিল্যান্ড, থেমে নেই কিউয়িরা৷

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্নেডেন বলেন, ‘‘কিউয়িদের সংঘবদ্ধ করতে, নিউজিল্যান্ডের উঠে দাঁড়ানোর এটাই মোক্ষম সময়৷ আমরা এখনো শোক পালন করছি৷ আমি বিশ্বাস করি,ক্রাইস্টচার্চের মানুষরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং এই টুর্নামেন্টের সঙ্গে নিজেদের একাত্ম করবে, আনন্দ করবে, কিউয়িদের পূর্ণ সমর্থন করবে৷''

আশা করা হচ্ছে প্রায় ৯০ হাজার মানুষ রাগবি বিশ্বকাপে নিউজিল্যান্ডে উপস্থিত হবে৷ এই প্রথমবারের মত নিউজিল্যান্ড রাগবি বিশ্বকাপের স্বাগতিক দেশ৷ ১১ টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন