1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজক্যানাডা

ক্যানাডার স্পিকারের পদত্যাগ

২৭ সেপ্টেম্বর ২০২৩

ক্যানাডার সংসদের স্পিকার অ্যান্থনি রোটা মঙ্গলবার পদত্যাগ করেছেন৷ নাৎসিদের হয়ে লড়া ইউক্রেনের এক ব্যক্তিকে সংসদে ডেকে এনে তার প্রশংসা করায় সমালোচিত হয়েছিলেন রোটা৷

https://p.dw.com/p/4WqxJ
ক্যানাডার স্পিকার অ্যান্থনি রোটা
ছবি: Adrian Wyld/The Canadian Press via ZUMA Press/picture alliance

৯৮ বছর বয়সি ইউক্রেনের ঐ ব্যক্তির নাম ইয়ারোস্লাভ হাঙ্কা৷ তিনি এখন ক্যানাডায় অভিবাসী হিসেবে স্পিকার রোটার এলাকায় বসবাস করছেন৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্যানাডা সফরের সময় গত শুক্রবার হাঙ্কাকে সংসদে ডেকে নিয়েছিলেন স্পিকার রোটা৷ এরপর হাঙ্কাকে ‘যুদ্ধের নায়ক' হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়৷ এই সময় সাংসদরা উঠে দাঁড়িয়ে হাঙ্কাকে সম্মান জানান৷

কিন্তু এরপর হাঙ্কার আসল পরিচয় সম্পর্কে জানা যায়৷ ইহুদি সংগঠন ফ্রেন্ডস অফ সাইমন উইজেনটাল সেন্টার জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্কা ‘১৪তম ভাফেন গ্রেনাডিয়ার ডিভিশন অফ দ্য এসএস'-এ কাজ করতেন৷ এই ডিভিশন ‘একটি নাৎসি সামরিক ইউনিট, যার, হলোকস্টের সময় করা মানবতাবিরোধী অপরাধের তথ্য খুব ভালোভাবে লিপিবদ্ধ আছে' বলে জানায় ফ্রেন্ডস অফ সাইমন উইজেনটাল সেন্টার৷ এই ঘটনা রাশিয়ার হাতে জয় তুলে দিয়েছে বলেও মনে করছে তারা৷ কারণ, জেলেনস্কি নিজে ইহুদি এবং হলোকস্টে পরিবারের সদস্যদের হারানো সত্ত্বেও তার সরকার নাৎসি আদর্শকে সমর্থন করে বলে অভিযোগ করে আসছে রাশিয়া৷

রোটার বক্তব্য ‘লজ্জাজনক' বলে সোমবার মন্তব্য করেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ রোটা ট্রুডোর দলের একজন সাংসদ৷

ক্যানাডার বেশ কয়েকটি রাজনৈতিক দল রোটার পদত্যাগ দাবি করেছিল৷

এই অবস্থায় ভুলের জন্য গভীর অনুশোচনায় ভোগার কথা জানিয়ে পদত্যাগের কথা সাংসদদের জানিয়েছেন রোটা৷ এমন ভুল করে ক্যানাডা ও বিশ্বের ইহুদিদের মনে যে ব্যথা দিয়েছেন, তার জন্য তিনি খুবই অনুতপ্ত বলেও জানান৷ সবার কাছে ক্ষমাপ্রার্থনাও করেছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)