1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ জাতিসংঘের

৮ অক্টোবর ২০২০

বাংলাদেশে নারীদের বিরুদ্ধে বেড়ে চলা সহিংসতাকে গুরুতর অপরাধ ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ৷ সেই সাথে ধর্ষণ বিষয়ক ফৌজদারি বিচারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দিয়েছে সংস্থাটি৷

https://p.dw.com/p/3jdHC
ছবি: Sazzad Hossain/DW

সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়৷

বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘‘জাতিসংঘ ভুক্তভোগী ও সাক্ষীদের সমর্থন ও সুরক্ষা প্রদান এবং বিচারের ক্ষেত্রে দ্রুততা আনয়নে ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কারের পক্ষে৷ এছাড়া, নারী ও মেয়েদের সুরক্ষার জন্য অসংখ্য আইন ও কর্মপরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হচ্ছে সে সম্পর্কে জবাব দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করার কোন বিকল্প নেই৷’’

জাতিসংঘের বাংলাদেশ টুইটার অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে নোয়াখালীর এ ঘটনাটি বাংলাদেশের সমাজে ‘সামাজিক, আচরণগত ও কাঠামোগতভাবে বিদ্যমান নারী-বিদ্বেষের চিত্রকে ফুটিয়ে তুলেছে'৷

জেন্ডার সংবেদনশীল বিচারব্যবস্থা প্রণয়ন ও উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন মামলা পরিচালনা পদ্ধতিতে ব্যাপক পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সরকারকে সহায়তা করতেও প্রস্তুত বলে জানায় জাতিসংঘ৷

এদিকে নোয়াখালী ও সিলেটের পর দেশে আরো কয়েকটি জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে৷ গত কয়েকদিনে শিশু ও বিধবাসহ বেশ কয়েকজন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানায় সংবাদমাধ্যমগুলো৷

পাবনায় ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ৷ এ ঘটনায় পাশের জেলা নাটোরের ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, গ্রেপ্তার গোলজার হোসেন (৩৫) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক৷  

মামলকারি গৃহবধূর অভিযোগ, স্বামী বিদেশে থাকা অবস্থায় তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে এর ভিডিও ধারণ করেন গোলজার৷ পরে তা প্রকাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন৷

বুধবার রাতে গোলজারকে তার নাটোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম৷

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক প্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ছাত্রীর বাবার দায়ের করা মামলায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়৷ মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, শনিবার এ মাদ্রাসা শিক্ষক ছাত্রীটিকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটির৷  পরে মেয়েটি তার সহপাঠীকে জানালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে৷ এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানায় পুলিশ৷

সিলেট ও লক্ষীপুরে ধর্ষণ

সিলেটের এমসি কলেজের ঘটনার পর গত শনিবার শহরের শামীমাবাদ এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে৷ এ ঘটনায় পুলিশ দিলওয়ার হোসেনসহ আরো একজনকে আটক করেছে পুলিশ৷ দিলওয়ার হোসেন স্থানীয় শ্রমিক লীগের নেতা বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে উল্লেখা করা হয়েছে৷ 

এদিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘরে ঢুকে বিধবাকে হাত-পা বেঁধে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ পুলিশ জানায়, রোববার রাত ১টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা এলাকায় পূর্ববিরোধের জেরে এক বিধবাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে আটক করা হয়েছে৷

আরআর/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গতবছর অক্টোবরের ছবিঘরটি দেখুন..