1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীর নিজের বাড়ি কোনটি?

৮ মার্চ ২০১৯

একজন নারীর নিজের বাড়ি কোনটি? আমাদের সমাজ বাস্তবতায় এর উত্তর কী হতে পারে, তা নিয়ে একটি ভিডিও তৈরি করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস৷ তাদের নতুন চলচ্চিত্র প্রচারের অংশ হিসেবে তৈরি করা এই ভিডিও ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/3Ef1f
ছবি: Prokritee

ভিডিওটি প্রায় দুই মিনিটের৷ শুরুর প্রশ্ন ছিল, ‘‘আপনার বাপের বাড়ি কোথায়?'' উত্তর আসে কারো বাকুড়া, কারো বর্ধমান, বাবুইহাটি, বাসন্তী, কারওবা আগরতলা, হরিদাসপুর৷ পরের প্রশ্ন, ‘‘আপনার শ্বশুরবাড়ি?'' কেউ জানালেন ঢাকার গাজীপুরে, কারো গড়িয়া, চট্টগ্রাম, বশিরহাটে৷

 

তৃতীয় প্রশ্নটি ছিল, ‘‘আর আপনার বাড়ি?'' এবার আর চট করে কেউ উত্তর দিতে পারলেন না৷ কেউ ভেবে জানালেন, ‘‘নিজের বাড়ি বলতে তো শ্বশুরবাড়িই হয়৷'' কেউ বললেন, ‘‘মেয়েদের নিজের বাড়ি বলে কিছু তো হয় না! '' নারী দিবস উপলক্ষে প্রায় দুই মাস আগে নিজেদের ফেসবুক পাতায় ভিডিওটি প্রকাশ করে উইন্ডোজ প্রোডাকশন হাউস৷ ভিডিওর শেষে বলা হয়েছে এই ৮ মার্চ, আপনার নিজের বাড়ি খোঁজার দিন৷  

এ পর্যন্ত এটি দেখা হয়েছে ২ লাখ ৮৫ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় ১০ হাজার বার৷

এফএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য