1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীকে রাস্তায় ফেলে লাথি মারলেন বিজেপি বিধায়ক

৪ জুন ২০১৯

এলাকার পানি সংকট নিয়ে কথা বলতে গিয়েছিলেন নীতু তেজওয়ানি৷ কিন্তু সমস্যার প্রতিকার দূরে থাক, উল্টো ওই নারীর উপর সদলে ঝাঁপিয়ে পড়লেন বিজেপির বিধায়ক বলরাম থাবানি৷ তাঁকে রাস্তায় ফেলে লাথি মারতে থাকলেন তাঁরা৷

https://p.dw.com/p/3Jmbg
Bangladesch Anwältin wird in Dhaka angegriffen
প্রতীকী ছবিছবি: DW

হেনস্তার এ ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদ৷ বলরাম সেখানকার নারোদা এলাকার বিধায়ক৷

এভাবে প্রকাশ্যে নারী হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বইছে সমালোচনার ঝড়৷ বলরামকে গ্রেপ্তারের পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন অনেকে৷

ওই ভিডিওতে দেখা যায়, নীতু তেজওয়ানিকে লাথি মারছেন নারোদার বিধায়ক বলরাম ও তাঁর সঙ্গীরা৷ এক পর্যায়ে নীতুর চুলে হেচকা টান মারেন তিনি৷ অন্য একজন আটকানোর আগ পর্যন্ত লাথি মারতে থাকেন তিনি৷

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নীতু ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি ) সমর্থক৷ নারোদায় পানির সংকট নিয়ে আন্দোলন চালিয়ে আসছে ওই সংগঠন৷ হামলার ঘটনায় বলরামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নীতু৷

আত্মরক্ষার জন্য ওই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক বলরাম৷ ‘‘আমি আমার ভুল স্বীকার করছি৷ তবে এটা ইচ্ছাকৃত ছিল না৷ ২২ বছর ধরে আমি রাজনীতিতে আছি, কখনো এই ধরনের ঘটনা ঘটেনি৷ আমি তার কাছে ক্ষমা চাইছি,'' বলরামকে উদ্ধৃত করে জানিয়েছে এএনআই৷

পরে মিষ্টি নিয়ে নীতুর বাড়িতে যান বলরাম এবং তাঁর হাতে রাখি বেঁধে দেন৷ 

বলরাম কর্তৃক নারী হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়েছে গুজরাটবিজেপিও৷  ‘‘এটি একটি লজ্জাজনক ঘটনা। আমি ওঁর আচরণের নিন্দা করি। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দুর্ব্যবহার কখনওই কাম্য নয়,'' দলের মুখপাত্র ভরত পাণ্ডিয়াকে উদ্ধৃত করে লিখেছে আনন্দবাজার পত্রিকা৷

এমবি/কেএম