1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী ভোটে নজর সব পক্ষের

পায়েল সামন্ত কলকাতা
১১ মার্চ ২০২১

বাংলার মেয়ে৷ একুশের ভোটের প্রচারে সবচেয়ে চর্চিত স্লোগান এটাই! মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ময়দানে নেমেছেন 'ঘরের মেয়ে’ পরিচিতিকে সামনে রেখে৷ আবার নারী নিরাপত্তার প্রশ্নে তার সরকার বিরোধীদের নিশানায়৷

https://p.dw.com/p/3qTrK
ছবি: Payel Samanta/DW

নারীর ভোট নজরে

রাজ্যের শাসক দলের হোর্ডিং-ব্যানারে শহর ছয়লাপ— ‘বাংলা নিজের মেয়েকেই চায়’৷ আর শুধু দেওয়ালে কেন? বাংলার মেয়েদের জায়গা হয়েছে ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকাতেও৷ ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা নাম ছিল ৪৫টি৷ এ বার একুশের কঠিন লড়াইয়ে তৃণমূলের মহিলা প্রার্থী বেড়ে হয়েছে ৫০৷

এই নির্বাচনে মমতার তুরুপের তাস হতে পারে মহিলা ভোট৷ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি প্রকল্প মহিলা মহলে মমতাকে জনপ্রিয় করেছে বলে দাবি তৃণমূলের৷ পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলা নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে বিপক্ষকে বিপাকে ফেলা শাসক দলের অন্যতম কৌশল৷ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে কলকাতার রাজপথে মিছিল হয়েছে৷ মমতার সঙ্গে ভিড় জমিয়ে নারী সুরক্ষার বার্তা দিয়েছেন তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো নেত্রীরা৷ নারী ভোটের কথা মাথায় রেখে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে তারা সামিল হয়েছেন৷

ভোট জেতার পর মহিলাদের দিকে ঘুরেও তাকানো হয় না: বৈশালী ডালমিয়া

বিজেপির নিশানা

মহিলাদের নিয়ে মমতার রাস্তায় নামাকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি৷ তৃণমূলের বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগ দিয়েছেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘সবটাই ভোটের গিমিক৷ ভোট জেতার পর মহিলাদের দিকে ঘুরেও তাকানো হয় না৷ এক-দু জন ছাড়া মহিলাদের বড় দায়িত্ব বা পদ দেওয়া হয় না৷’’

ঘরের মেয়ে আবেগে শান দিচ্ছে গেরুয়া শিবির৷ মমতার জবাবে পাল্টা ঘরের মেয়েদের সামনে আনছে বিজেপি৷ ৯ নেত্রীকে নিয়ে পোস্টার সাজিয়েছে তারা৷ একুশের লড়াইয়ে বিজেপির প্রার্থী তালিকাতেও থাকছে বেশ কিছু নারী মুখ, এমনটাই সূত্রের খবর৷ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অগ্নিমিত্রা পল সম্ভাব্য প্রার্থী৷

সারা বছরই যে কাজটা করা হয়, সেটা ভোটের কথা ভেবে হয় না: তৃণমূল নেতা নির্বেদ রায়

হাতিয়ার নিমতা

কলকাতার কাছে নিমতায় আক্রান্ত ৮৫ বছরের বৃদ্ধা শুভা মজুমদারকে নিয়ে বিজেপি নিশানা করেছে রাজ্যের শাসক দলকে৷ গত ২৬ ফেব্রুয়ারি বিজেপি নেতা গোপাল মজুমদারের বাড়িতে তিন তৃণমূল কর্মী চড়াও হয় বলে অভিযোগ৷ প্রহৃত হন বৃদ্ধাও৷ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতা বৃদ্ধার ছবি পোস্ট করে লেখেন, ‘তিনি কি বাংলার মা নন?’ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘বাংলার মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেই বাংলার নারীরা আজ সবথেকে বেশি অসুরক্ষিত৷’’ এমনকি ব্রিগেডেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার উল্লেখ করেছেন৷

বামেরা পিছিয়ে নেই

বাম শিবিরে বরাবর গুরুত্ব পান মহিলারা৷ ক্ষমতায় এলে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে ‘নেবারহুড কমিটি’ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট৷ ব্রিগেডের মঞ্চেও দেখা গিয়েছে ঐশী-দীপ্সিতাদের৷ ভাষণে তাক লাগিয়েছেন দেবলীনা হেমব্রমও৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী সিপিএমের মীনাক্ষি বন্দ্যোপাধ্যায়৷ সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকায় রয়েছেন দেবলীনা, মধুজারা৷

মহিলা ভোটব্যাঙ্ক

মহিলা ভোটের দিকে নজর সব পক্ষের৷ বাংলার ভোটারদের প্রায় অর্ধেক মহিলা৷ পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লাখ, মহিলা ভোটার প্রায় ৩ কোটি ৫৯ লক্ষ৷ ২০১৯ সালের লোকসভা ভোটে এই মহিলাদের ৮১.৭ শতাংশই ভোট দিয়েছেন৷ সুতরাং এই ভোট নিয়ে কাড়াকাড়ি দেখা যাচ্ছে৷

মহিলাদের একটি পৃথক ভোটব্যাঙ্ক হিসেবে প্রথম দেখেছিলেন বিহারের নেতা নীতীশ কুমার৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ও মদ নিষিদ্ধ করে তিনি মহিলা ভোটারদের বড় অংশের সমর্থন পেয়েছিলেন৷ এই দৃষ্টান্ত দেখেই কি তৃণমূল সুপ্রিমো সেই পথেই হাঁটছেন? তৃণমূল নেতা নির্বেদ রায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘সারা বছরই যে কাজটা করা হয়, সেটা ভোটের কথা ভেবে হয় না৷ তাছাড়া মহিলারাও তো ভোটার৷ শুধু পুরুষদের জন্য কাজ করলে তা ভোটের নয়, আর মহিলাদের কাজ করলে তা ভোটের জন্য?’’ যদিও বৈশালীর বক্তব্য, ‘‘অনেক প্রকল্প আছে৷ একটাও বাস্তবায়িত হয় না৷ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণের সুবিধা পান না৷ নারীর ক্ষমতায়ন বলে কিছুই নেই৷’’ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য