1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত ১৪

৫ সেপ্টেম্বর ২০২০

নারায়নগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন৷ আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷

https://p.dw.com/p/3i2EL
Bangladesch Explosion in Dhaka
ছবি: picture-alliance/AP Photo/A. Goni

শুক্রবার রাতে নারায়নগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে৷ স্থানীয়দের সহযোগিতায় অগ্নিদগ্ধদের অধিকাংশকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, শুক্রবার এশার নামাযের পরপর মসজিদের ছয়টি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়৷ এ সময় মুসল্লিরা সুন্নত নামায আদায় করছিলেন৷   

বিস্ফোরেণে অর্ধশতাধিক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হন৷ স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়৷ বার্ন ইউনিটের ডাক্তাররা জানিয়েছেন, আহত অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক৷ 

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ প্রাথমিকভাবে এটিকে গ্যাস পাইপ থেকে সৃষ্ট দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস৷ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনকে উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায় ‘‘মসজিদের ফ্লোরের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে৷ সেই লাইন থেকে গ্যাস লিক হয়ে বদ্ধ মসজিদের ভেতরে জমা হয়৷ এসি থাকায় পুরো মসজিদ বন্ধ ছিল৷ লিক হওয়া গ্যাস বের হতে পারেনি৷’’

‘‘সুইচ অন বা অফ করার সময় কোথাও বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে৷ গ্যাস উপরের দিকে থাকায় এসিগুলো বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷’’

এরপরেও ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন৷’’

আরআর/এফএস (বিডিনিউজ টোন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান