1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে: সম্ভাব্য মেয়রপ্রার্থীরা

২৪ সেপ্টেম্বর ২০১১

নব গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এখনকার প্রশাসনিক কর্মকর্তাদের সরিয়ে দেয়ার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা৷

https://p.dw.com/p/12fYk
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনছবি: DW/Samir Kumar Dey

রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এর সঙ্গে একমত৷ নির্বাচন কমিশন বলেছে, তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই করবেন৷

সেলিনা হায়াত আইভি সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন৷ তিনি নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়রপ্রার্থীদের একজন৷ তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নারায়ণগঞ্জের বর্তমান প্রশাসনে রদবদল প্রয়োজন৷

আওয়ামী লীগের আরেকজন সম্ভাব্য মেয়র প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান মনে করেন, বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে৷ যা মডেল হয়ে থাকবে৷

আর বিএনপির সম্ভাব্য প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনকে কিছু জটিলতা কমাতে হবে৷

এদিকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসি ও এসপিসহ থানার ওসিদের অবিলম্বে বদলির দাবি জানিয়েছেন৷ আর বিএনপি নেতা এবিএম কামালও মনে করেন, নতুন এবং নিরপেক্ষ প্রশাসন ছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ নাগরিক কমিটির সদস্য রফিক উর রবি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে৷

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন জানান, তারা ইতিমধ্যেই কাজ শুরু করছেন৷ সম্ভাব্য প্রার্থীদের কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে৷

আগামী ৩০শে অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখের কিছু বেশি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক