1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি

১৪ অক্টোবর ২০১১

মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি এবং তৈমুর আলম খন্দকার সেনা মোতায়েনের দাবি তুলেছেন৷ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, প্রয়োজন হলে নির্বাচনের দু’দিন আগে সেনা মোতায়েন করা যাবে৷

https://p.dw.com/p/12rSw
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার বিকেল থেকেই জমে উঠেছে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারকাজ৷

নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দুই জন৷ তাদের একজন সেলিনা হায়াত আইভি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে নির্বাচন করছেন৷ জনগণ তার সঙ্গে আছেন৷ তবে তিনি নির্বাচনে কারচুপির আশঙ্কায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, অতীতে নারায়ণগঞ্জে ভোট ডাকাতির ইতিহাস আছে৷

আওয়ামী লীগের আরেক মেয়র প্রার্থী শামীম ওসমান দাবি করেন, দল তাকেই মনোনয়ন দিয়েছে৷ তিনি বলেন, শিগগিরই কেন্দ্রীয় নেতারা তার পক্ষে নির্বাচনী প্রচারে নামবেন৷ তিনি বলেন, সেলিনা হায়াত আইভি তার জন্য কোন সমস্যা নয়৷ তার দম্ভের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবেন৷

Bangladesch Wahlen 2008
ইলেকট্রনিক ভোটিংয়ের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারছবি: Mustafiz Mamun

বিএনপির মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, জনগণ বিএনপি তথা ৪ দলীয় জোটকে ভোট দেয়ার অপেক্ষায় আছেন৷ তিনি সেনা মোতয়েনের দাবি জানিয়ে বলেন, নির্বাচনে অংশ নিলেও তিনি ইলেকট্রনিক ভোটিংয়ের বিরুদ্ধে৷

এদিকে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নিয়েছেন তারা৷ যদি প্রয়োজন হয় তাহলে সেনা মোতায়েনের বিষয়টিও তিনি বিবেচনা করবেন৷

বিএনপি'র প্রার্থী তৈমুর আলম খন্দকার ইলেকট্রনিক ভোটিংয়ের বিরুদ্ধে যেসব কথা বলছেন তা বন্ধ করার জন্য তাকে সতর্ক করে দেন প্রধান নির্বাচন কমিশনার৷ তিনি বলেন, এজন্য তার প্রার্থিতা বাতিল হতে পারে৷

এদিকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, প্রচার চলাকালে কেউ আচরণ বিধি লংঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান