1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাচানাচির অনুমতি মিলেছে হামবুর্গে

৩ জুলাই ২০২১

জার্মানির হামবুর্গে করোনা শুরুর পর প্রথমবারের মতো আবার নাচ শুরুর অনুমতি মিলেছে৷ তবে আউটডোর ড্যান্সে অংশগ্রহণকারীদের অবশ্যই কড়া শর্ত মানতে হবে বলে জানিয়েছেন শহরের মেয়র৷

https://p.dw.com/p/3vySJ
করোনার বিধিনিষেধের প্রতিবাদে গত বছরের আগস্টে বার্লিনে নেচে গেয়ে প্রতিবাদ জানান লকডাউন বিরোধীরা৷ ছবি: Reuters/A. Schmidt

শর্তের মধ্যে রয়েছে, আউটডোর ড্যান্স উপভোগ করতে সকল দর্শককে নেগেটিভ করোনা টেস্ট সার্টিফিকেট দেখাতে হবে৷ এবং দুই ডোজ টিকাদানের সনদপত্র সাথে থাকা বাধ্যতামূলক৷ তাছাড়া নাচের জায়গা হতে হবে খোলা আকাশের নীচে৷ এবং সেখানে সর্বোচ্চ ২৫০ জন নাচপ্রেমী মাস্ক ছাড়াই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷ আগ্রহীদের এসব শর্ত মেনেই কেবল ড্যান্সপার্টিতে অংশগ্রহণ করা যাবে বলে জানিয়েছেন হামবুর্গের মেয়র পেটার চেঞ্চা৷

করোনার কারণে তরুণদের নাচ বা বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকায় তারা অধৈর্য হয়ে পড়েছিল তা বলাই বাহুল্য৷ যার ফলে গত সপ্তাহান্তগুলোতে কয়েক হাজার তরুণ-তরুণী হামবুর্গের খোলা সবুজ মাঠ বা পার্কে অবৈধভাবে বেশ কয়েকবার পার্টির আয়োজন করেছিল, যা ফৌজদারি অপরাধ৷ এসব ঘটনার পরই নাচ পার্টির নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে সরব হয়ে ওঠে জার্মান পুলিশ ইউনিয়ন৷

এর আগেও পার্কে কিছু আক্রমণাত্মক তরুণ পুলিশের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে৷ তবে মেয়র নাচের অনুমতি দিলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্র এবং শনিবার সকাল ৯টা থেকে সিটি পার্কে অ্যালকোহল পান পুরোপুরি নিষিদ্ধ করেছেন৷

মহামারির কারণে গত বছর মার্চ থেকে হামবুর্গে নাচ পার্টি এবং বাইরে মদ্যপান নিষিদ্ধ ছিল৷ করোনা সংক্রমণ এখন অনেকটা কমায় কড়াকড়ি শিথিল করে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আবার শুরু করার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে এসব ইভেন্টের শর্ত হিসেবে দর্শকের সংখ্যা থাকবে শতকরা ৫০ভাগ৷ ইনডোর খেলাধুলায় দুই খেলোয়াড়ের মাঝে বজায় রাখতে হবে যথেষ্ট দূরত্ব৷ আর করোনা টেস্টের মেয়াদকাল ২৪ ঘণ্টার পরিবর্তে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে৷
 

এনএস/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য