1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগাল্যান্ডে ‘ভুল করে’ কয়লা শ্রমিকদের উপর সেনাদের গুলি

৫ ডিসেম্বর ২০২১

বিদ্রোহী সন্দেহে ভারতের নাগাল্যান্ডে কয়লা শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী৷ পরে এর প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভে গুলি চালালেও হতাহতের ঘটনা ঘটে৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

https://p.dw.com/p/43r7H
বিদ্রোহী সন্দেহে ভারতের নাগাল্যান্ডে কয়লা শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী৷ পরে এর প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভে গুলি চালালেও হতাহতের ঘটনা ঘটে৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
নাগাল্যান্ডের রাজধানী কহিমাতে সশস্ত্র অবস্থানে এক সেনা সদস্য৷ ছবিটি ২০১৯ সালে অক্টোবরের৷ছবি: Yirmiyan Arthur/picture alliance/AP Photo

শনিবার ভারতের উত্তরপূর্বের রাজ্য নাগাল্যান্ডের মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে দুটি ঘটনায় সেনাদের গুলিতে অন্তত ১৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ সন্ধ্যায় প্রথম ঘটনায় গুলি চালানো হয় কয়লা খনি থেকে ফেরা শ্রমিকদের বহনকারীর একটি ট্রাক লক্ষ্য করে৷ বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এলাকাটিতে বিদ্রোহীরা চলাচল করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাকটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে আধা-সামরিক বাহিনী৷ এতে মৃত্যু হয় ট্রাকে থাকা ছয় শ্রমিকের৷

এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে গ্রামবাসী পরবর্তীতে দুটি সেনা ট্রাকে আগুন ধরিয়ে দেয়৷ সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সেখানে আরো সাতজনের মৃত্যু হয় বলে জানান ঐ কর্মকর্তা৷

চোইয়ের সঙ্গে মিয়ানমারে

এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীর চলাচল সম্পর্কিত ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে' সেখানে কর্মকাণ্ড পরিচালনা করছিল সেনা ইউনিটটি৷ তবে ট্রাকে গুলি ও তার পরবর্তী ঘটনার প্রতিক্রিয়ায় যা ঘটেছে তাতে সেনাবাহিনী ‘অনুতপ্ত' বলে উল্লেখ করা হয়েছ বিবৃতিতে৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ডে অটিংয়ে নিরীহ গ্রামবাসীর মৃত্যুতে ‘ক্ষুব্ধ' বলে জানিয়েছেন৷ নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, রাজ্য থেকে গঠিত তদন্ত কমিটি এই ঘটনার বিশদ খতিয়ে দেখবে৷

হতাহতের ঘটনার নিন্দা প্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও৷

এফএস/এসএস (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান