1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল

৯ মার্চ ২০১৩

শনিবার মানেই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর৷ কারণ এদিন ইউরোপের সেরা লিগগুলোর খেলা হয়ে থাকে৷ জেনে নিন জার্মান বুন্ডেসলিগা আর স্প্যানিশ লা লিগার খবর৷

https://p.dw.com/p/17ttg
ছবি: Getty Images

স্প্যানিশ লিগে খেলা রয়েছে বার্সেলোনার৷ প্রতিপক্ষ দেপোর্টিভো লা করুনিয়া৷ তবে এ ম্যাচে হয়তো লিওনেল মেসিকে নাও দেখা যেতে পারে৷ কেননা বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ একটি খেলা রয়েছে৷ সেটা এসি মিলানের বিপক্ষে৷ কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বার্সেলোনাকে ঐ ম্যাচ জিততে হবে তিন গোলের ব্যবধানে৷ কেননা প্রথম লেগের খেলায় মিলানে গিয়ে বার্সেলোনা হেরে এসেছিল ২-০ গোলে৷ তাই বুধবারের খেলা মাথায় রেখে বার্সার সহকারী কোচ জর্ডি রুরা মেসিকে না খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন৷ তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি নিউইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ারত প্রধান কোচ টিটো ভিলানোভার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন৷

স্প্যানিশ লিগের পর এবার বুন্ডেসলিগার খবর৷ শনিবার অনেকগুলো খেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হবে বোরুসিয়া ডর্টমুন্ড ও শালকের মধ্যে৷ কেননা দুটো দলই খেলছে চ্যাম্পিয়ন্স লিগে৷ এর মধ্যে ডর্টমুন্ড ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে৷ আর শালকের খেলা মঙ্গলবার, তুরস্কের গালাতাসারাই এর বিরুদ্ধে৷ প্রথম লেগের খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে

তবে বুন্ডেসলিগায় এখন ভাল অবস্থানে নেই শালকে৷ কেননা তাদের অবস্থান এখন ছয়'এ৷ আর ডর্টমুন্ড আছে দুই নম্বরে৷ যদিও প্রথম স্থানে থাকা বায়ার্নের সঙ্গে তাদের ব্যবধান ১৭ পয়েন্টের৷

এদিকে শনিবার বায়ার্নের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় ১২ নম্বরে থাকা ফরটুনা ড্যুসেলডর্ফের সঙ্গে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য