1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইন ইলেভেনের সপ্তম বর্ষপূর্তি

আবদুসসাত্তার১১ সেপ্টেম্বর ২০০৮

দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে বোমা হামলার সাত বছর পরেও ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয় অর্জন সম্ভব হয় নি৷ শুধু সামরিক সাফল্যই এর জন্য যথেষ্ট নয়৷

https://p.dw.com/p/FGKa
গ্রাউন্ড জিরোতে স্বজন হারাদের ভীড়ছবি: AP

দুই হাজার এক এর এগারোই সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ সপ্তম বর্ষপূর্তি৷ নিউ ইয়র্কের ওয়ার্লড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার সেই ছবি এখনো মন থেকে মুছে ফেলা যায় নি৷ সেই হামলার শিকার হয়েছিল যারা তাদের ভোলা যায় না যদিও তারপর দেশটিতে অনেক পরিবর্তন ঘটেছে৷ ব্যক্তিগত স্বাধীনতার বিনিময়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে৷ স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রে মেইড ইন আমেরিকা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে৷ অনেক ক্ষেত্রের মত এ ক্ষেত্রকেও অন্যান্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবমূর্তি হিসেবে গ্রহণ করেছে৷ যেমন নাগরিকদের ওপর নজরদারি করা, নজরদারির পদ্বতি ঢেলে সাজানো এবং বিমান বন্দরে নিরাপত্তা বিষয়ক পরীক্ষানিরীক্ষা জোরদার করা৷ তবে ইরাকের আবু ঘ্রাইব এবং কিউবার গুয়ান্তানামো বে-তে বন্দীদের বেলায় মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার কর্মীদের ভাবমূর্তি হতে পারে না৷

কিন্তু এর পরেও আন্তর্জাতিক গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে সংঠিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইএ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে৷ এই লড়াই শুরু হয়েছে তালেবানদের বিরুদ্ধে আফগানিস্তানে৷ গোয়েন্দা বিশেষজ্ঞরা ইতিমধ্যে এই মত প্রকাশ করেছেন যে, বর্তমানে এগারোই সেপ্টেম্বরের মত ভয়াবহ হামলার পুনরাবৃত্তি সম্ভব নয়৷ কারণ আন্তর্জাতিক আল-কায়েদা কাঠামো স্থায়ী চাপের মুখে৷ এ জন্যই পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অঞ্চলে আ জঙ্গীরা সুবিধা করতে পারছে না৷ তবে আফগানিস্তানে তালেবান গোষ্ঠী তাদের আক্রমন জোরদার করেছে৷ সবচেয়ে বড় সমস্যা হল অতি জনসংখ্যা অধ্যুসিত বহু ইসলামি দেশে বেকারত্ব, দারিদ্য ও সম্ভাবনাহীনতা৷ আর এসব কারণেই অনেকে সন্ত্রাসের পথ বেছে নেয়৷ আফগানিস্তান ও পাকিস্তানের মত দেশে পশ্চিম যদি এগুলোর উন্নতি করতে সক্ষম হয় তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইএ স্থায়ী সাফল্য সূচিত হতে পারে৷ আর সাত বছর পরেও এ লক্ষ্য অর্জন থেকে আমরা অনেক দূরে৷