1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন

২৮ ফেব্রুয়ারি ২০১২

আগামী নির্বাচন কোন ব্যবস্থায় হবে, তা এখনই জানা উচিত নির্বাচন কমিশনের৷ সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেছেন৷ আর ছহুল হোসাইন বলেন, নতুন কমিশনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷

https://p.dw.com/p/14AwG
unser Korrespondent in Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 07.02.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung. Titel: Bangladesh Election Commission Bildbeschreibung: The search committee, formed to suggest names for election commissioners of Bangladesh, has recommended that either former cabinet secretary Ali Imam Majumder or ex-home secretary Kazi Rakib Uddin Ahmed be the chief election commissioner. The picture shows the secretariat of Bangladesh Election Commission in Dhaka.
ছবি: DW

ঢাকায় নির্বাচন কমিশন নিয়ে এক সেমিনারে বক্তারা বলেছেন, নতুন নির্বাচন কমিশনের জন্য সামনে এক কঠিন সময়৷ কারণ তারা জানেন না, আগামী জাতীয় নির্বাচন কোন ধরণের সরকার ব্যবস্থার অধীনে হবে৷ এ নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও সরকার ও বিরোধী দল যার যার অবস্থানে অনড় আছে৷ সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ প্রসঙ্গে বলেন, একেক নির্বাচনের প্রস্তুতি একেক রকম হয়৷ স্থানীয় সরকার বা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এক করে ফেললে চলবেনা৷ তাই বর্তমান নির্বাচন কমিশনকে এখনই জানতে হবে আগামী জাতীয় নির্বাচন কোন ধরণের সরকার ব্যবস্থার অধীনে হবে৷ আর তা জানতে যত দেরি হবে, নির্বাচনের প্রস্তুতি নিতে তাদের তত বেগ পেতে হবে৷

বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশনকে কতটুকু স্বাধীনতা দেয়া হল তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্বাচন কমিশনাররা কতটা স্বাধীনচেতা সেটাও গুরুত্বপূর্ণ৷ তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে৷ দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে৷ কেউ বাধা দিল বলে পিছু হটলে চলবেনা৷ কারণ দেশের মানুষের ভোট তাদের কাছে আমানত হিসেবে রাখা আছে৷

আরেকজন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এখনই নতুন নির্বাচন কমিশনের সমালোচনা না করতে আহ্বান জানান৷ তিনি বলেন, তারা কাজ শুরু করেছেন মাত্র৷ তাদের কাজ করতে দিতে হবে৷ তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷

সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত সোমবারের এই সেমিনারে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে আইন প্রণয়ন এবং সংশোধনের তাগিদ দেয়া হয়৷ আর নতুন নির্বাচন কমিশনকে বিদায়ী নির্বাচন কমিশনের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেয়া হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য