1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান

৮ এপ্রিল ২০১২

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আজ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে বৈঠক করেছেন৷ দুই নেতাই তাদের আলোচনায় বিভিন্ন ইস্যুতে ধাপে ধাপে অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেছেন৷

https://p.dw.com/p/14ZaO
ছবি: AP

নতুন দিল্লীতে জারদারিকে স্বাগত জানালেন মনমোহন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আজ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে বৈঠক করেছেন৷ দুই নেতাই তাদের আলোচনায় বিভিন্ন ইস্যুতে ধাপে ধাপে অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেছেন৷

বিগত ২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ভারত সফর করলেন৷ সর্বশেষ সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ভারত সফর করেছিলেন৷ তবে মনমোহন এবং জারদারি উভয়ের মধ্যে এর আগে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে৷ বিগত ২০০৯ সালের জুন মাসে রাশিয়ার এক সম্মেলনে দেখা হয়েছিলো এই দুই নেতার৷ এবার জারদারি নিজে ভারত সফরে গিয়ে সাক্ষাৎ করলেন মনমোহনের সঙ্গে৷ আজমির শরিফ দর্শনের উদ্দেশ্যে নিজের ছেলেকে নিয়ে ভারত যান জারদারি৷

দুই নেতার মধ্যাহ্ন ভোজনের আগে ৪০ মিনিটের একটি একান্ত বৈঠক হয়৷ তাতে ভারত ও পাকিস্তানের নানা বিষয় চলে আসে৷ তবে দুই নেতাই বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেন৷ প্রেসিডেন্ট জারদারি তার এই সফরকে ফলপ্রসু হিসেবে উল্লেখ করেছেন৷ তবে তিনি কী ধরণের ফল নিয়ে এসেছেন তা অবশ্য তিনি জানাননি৷ এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা ভারতের সঙ্গে আরও ভালো সম্পর্ক চাই৷ সব বিষয় নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছে৷'' তবে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, আলোচনায় বহুল বিতর্কিত কাশ্মীর ছিলো অনুপস্থিত৷ অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন জারদারিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘এই সফরের ফলাফল নিয়ে আমি খুবই সন্তুষ্ট৷ আমাদের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোর বাস্তব সম্মত সমাধান আমরা খুঁজে পেতে চাই৷ প্রেসিডেন্ট জারদারি এবং আমি এই বার্তাই দিতে চাই৷''

Präsident Pakistans Asif Ali Zardari zu Besuch in Indien
ছবি: AP

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী সিয়াচেনে তুষারধসে নিহত পাকিস্তানি সেনাদের উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছেন৷ শনিবার সিয়াচেনে তুষারধসে পাকিস্তানের একটি সেনা ঘাঁটি তলিয়ে যায়৷ অন্তত ১৩৫ জন সেনা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ অন্যদিকে পাকিস্তানি প্রেসিডেন্ট জারদারি ভারতীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷ মনমোহন সুবিধামত সময়ে পাকিস্তান সফর করবেন বলেও কথা দিয়েছেন৷

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই জানিয়েছেন, দুই নেতার বৈঠকে বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে৷ এছাড়া দুই দেশের মধ্যে ভিসা আরও সহজ করার বিষয়টি অনেক দুর এগিয়েছে৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে উভয় দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন রঞ্জন মাথাই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এপি, এএফপি, পিটিআই)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য