নতুন আইফোন সম্পর্কে আপনার যা জানা উচিত
বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান অ্যাপল বুধবার নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে৷ প্রতিষ্ঠানটি এখন অবধি এক বিলিয়নের বেশি আইফোন বিক্রি করেছে৷ চলুন দেখি, নতুন আইফোনে নতুন ঠিক কী কী আছে৷
নতুন ক্যামেরা
আইফোন ৭-এর ক্যামেরায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যোগ করা হয়েছে ৬টি এলমেন্টের সমন্বয়ে তৈরি লেন্স, যা আরো দ্রুত এবং উজ্জ্বল ছবি তুলতে সক্ষম৷ আর আইফোন ৭ প্লাসে পাশাপাশি দু’টি ক্যামেরা থাকছে যাতে ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো তোলা সহজ হয় এবং ছবির গভীরতা আরো পরিষ্কারভাবে বোঝা যায়৷
এয়ারপডস
হেডফোনের সাড়ে তিন মিলিমিটার পোর্ট পুরোপুরি তুলে দেয়া হয়েছে আইফোন সেভেনে৷ তার বদলে তারা বাজারে এনেছে ওয়্যারলেস হেডফোন এয়ারপডস, যার সঙ্গে মাইক্রোফোন রয়েছে এবং শুধুমাত্র কানে পরার পর সেগুলো সক্রিয় হয়৷ এই এয়ারপডসের জন্য বাড়তি খরচ করতে হবে ব্যবহারকারীদের৷ তবে পুরনো ধরনের হেডফোন ব্যবহারের জন্য একটি অ্যাডাপ্টর ফ্রি দিচ্ছে অ্যাপল৷
পানি এবং ধুলা প্রতিরোধক
নতুন আইফোন পানি এবং ধুলা প্রতিরোধে সক্ষম৷ অর্থাৎ এখন যে কেউ চাইলে বৃষ্টির মধ্যেও আইফোন ব্যবহার করতে পারবেন এবং সেটি ভিজলেও পানি ভেতরে প্রবেশ করতে পারবে না৷ অনেক নারী পকেট বা ব্যাগের বদলে শরীরের বিভিন্ন স্থানে আইফোন গুঁজে রাখেন৷ তাদের জন্যও নতুন আইফোন বিশেষ সহায়ক হবে, কেননা শরীরের ঘাম আইফোনের কোনো ক্ষতি করতে পারবে না৷
বাড়তি ব্যাটারি লাইফ
অ্যাপল জানিয়েছে, এখন অবধি তাদের উদ্ভাবিত সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ফোন হচ্ছে আইফোন ৭৷ এটির ব্যাটারি লাইফ আগের সংস্করণের চেয়ে অন্তত দু’ঘণ্টা বেশি৷ ঘনঘন চার্জ দেয়ার জটিলতা থেকে মুক্তি পাবে আইফোন ৭৷
জেট ব্ল্যাক
নতুন আইফোনের ‘জেট ব্ল্যাক’ নামে চকচকে কালো একটি সংস্করণ থাকছে৷ বুধবার রাতে এই রংয়ের ফোনের দিকেই বেশি গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি৷ তবে আরো কয়েকটি রংয়ের ফোনও কেনা যাবে৷
থাকছে না ১৬ গিগাবাইট ফোন
অ্যাপল নতুন আইফোনের ১৬ গিগাবাইটের কোনো সংস্করণ থাকবে না৷ ফলে কিনতে হবে কমপক্ষে ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোন৷ পাশাপাশি এই ফোনে যোগ করা হয়েছে এ১০ চিপ যা অন্য যেকোনো আইফোনের তুলনায় এই ফোনের গতি অনেক বাড়িয়ে দিচ্ছে৷ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে আইফোন সেভেনে৷