1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধূমপানকে জনপ্রিয় করছে নেটফ্লিক্স?

২৭ আগস্ট ২০১৯

চোখের সামনের দানবীয় বিলবোর্ডে ঠাঁই না মিললেও, ছোটো পর্দা বা স্ক্রিন থেকে বিদায় বলা যায়নি ধূমপানকে৷ বিশেষ করে হালের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স এতে এক কাঠি ওপরে৷

https://p.dw.com/p/3OYex
Serienstill| American Woman
ছবি: picture-alliance/Everett Collection/Paramount Network

চোখের সামনের দানবীয় বিলবোর্ডে ঠাঁই না মিললেও, ছোটো পর্দা বা স্ক্রিন থেকে বিদায় বলা যায়নি ধূমপানকে৷ বিশেষ করে হালের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স এতে এক কাঠি ওপরে৷ শিল্পমাধ্যমে কি তবে জনস্বাস্থ্যের বিষয়টির কোনো স্থান নেই?

বিশ্বের প্রতিটি দেশ থেকে তামাকের বিজ্ঞাপন, বিপণন বন্ধ করতে ফি বছর মে মাসে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস৷ অনেক দেশে তামাকের বিজ্ঞাপনকে নিষিদ্ধ করা হয়েছে৷ অনেক দেশে ধূমপান নিয়ে কঠোর বিধি নিষেধ আছে৷ অস্ট্রেলিয়ায় সাধারণ প্যাকেট, কিংবা বাংলাদেশ বা ইউরোপীয় ইউনিয়নে প্যাকেটের গায়ে ছবি দিয়ে স্বাস্থ্য সতর্কতায় বিশেষ গুরুত্ব দেয়া হয়৷ যাতে মানুষ ধূমপানের প্রতি অনাগ্রহী হয় এবং এর ক্ষতিকর দিকটি চোখে ভাসে৷ এর পাশাপাশি চলচ্চিত্র কিংবা টেলিভিশনে এই প্রচারণা চালানোর জোর দাবি তুলছেন ধূমপান বিদ্বেষীরা৷ এমনকি তামাক সেবনের দৃশ্য সম্বলিত চলচ্চিত্র বা টিভি সিরিজগুলোতে ‘অ্যাডাল্ট রেটিং' দেয়ার পরামর্শও দিচ্ছেন তাঁরা৷

নেটফ্লিক্সে ধূমপানের অযাচিত ব্যবহার

মার্কিন ধূমপানবিরোধী সংস্থা ট্রুথ ইনিশিয়েটিভ জুলাইয়ে করা এক গবেষণায় দেখা গেছে, নেটফ্লিক্স এর নিজস্ব শোগুলতে ২০১৬-১৭ সালের সিজনের তুলনায় প্রায় তিনগুণ ধূমপানের দৃশ্য দেখিয়েছে৷ আর এসব শোগুলো ১৫ থেকে ২৪ বছর বয়সী কিশোর-তরুণদের মাঝে জনপ্রিয় ছিল৷ ২০১৫-১৬ সালের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ৯২ শতাংশ শোতে ধূমপানের দৃশ্য রয়েছে৷

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধূমপায়ী বিষয়ক গবেষক জেমি হার্টম্যান-বয়েস বলেন, বহু বছর ধরে অধূমপায়ীদের ধূমপানে আগ্রহী করতে বেশ সাফল্য দেখিয়েছে তামাকের বিজ্ঞাপন৷

কনক্যাভ ব্র্যান্ড ট্র্যাকিং বিশ্লেষণে দেখা যায়, নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস'-এর তৃতীয় সিজনে অন্তত একশটি ব্র্যান্ডের সিগারেট দেখানো হয়েছে৷ প্রশ্ন আসতে পারে নেটফ্লিক্সের জনপ্রিয়তা কাজে লাগিয়ে এটা বিজ্ঞাপনের কোনো কৌশল কি-না? তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি৷

ট্রুথ ইনিশিয়েটিভের অনুমান, অন্তত দুই কোটি ৮০ লাখ তরুণ নেটফ্লিক্সের কারণে তামাকের স্বাদ নিয়েছে৷ বিশ্লেষণে আরো দেখা গেছে, তরুণদের ধূমপান আসক্তির ৩৭ শতাংশের জন্য চলচ্চিত্রের দৃশ্যায়ন দায়ী৷

কানাডীয় এক গবেষণা বলছে, ২০০২ থেকে ২০১৮ সালের চলচ্চিত্রগুলোর কারণে ১৭ বছরের কমবয়সী অন্টারিওর এক লাখ ৮৫ হাজার জন ধূমপানে আসক্ত হয়েছেন৷ এর কারণে স্বাস্থ্যসেবার ব্যয় বেড়েছে অন্তত ৯৯৫ মিলিয়ন ইউরো৷

Serienstill | Wanderlust
ছবি: picture-alliance/Everett Collection/Netflix/S. Wood

চলচ্চিত্র কী সত্যিই ধূমপায়ী তৈরি করতে পারে?

চলচ্চিত্রে ধূমপানের দৃশ্যে তাড়িত হয়ে ধূমপানে আসক্ত হওয়ার বিষয়টির সঙ্গে অনেক বিশ্লেষকই একমত নন৷ অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিষয়ক প্রফেসর এমিরেটাস সাইমন চ্যাপম্যান বলেন, এ কথা বলে তরুণদের ধূমপানে আসক্তির অন্য কারণগুলোকে  এড়িয়ে যাওয়ার প্রবণতা প্রকাশ পায়৷

অবশ্য এ বিষয়ে সতর্ক থাকা যায় বলে মন্তব্য তাঁর৷ অ্যাডাল্ট রেটিং দিয়ে ধূমপানের দৃশ্য আড়াল করে তরুণদের ধূমপান থেকে বিরত রাখা যাবে বলেও মনে করেন না তিনি৷

‘‘আমি চলচ্চিত্র, সাহিত্য, মঞ্চ কিংবা সঙ্গীতে জনস্বাস্থ্যকে বড় দেখার লোক নই, মানুষ যা দেখতে চায় তা সেন্সর করার পক্ষেও নই'', বললেন সাইমন চ্যাপম্যান৷ তিনি ডয়েচে ভেলেকে বলেন, শিল্পকলায় জনস্বাস্থ্যকে টেনে এনে সেন্সর করা এক প্রকার ‘পিচ্ছিল ঢাল৷'

প্রশ্নের মুখে স্বাভাবিকীকরণ এবং গ্ল্যামারাইজেশন

শিল্প এবং বিজ্ঞাপনের মধ্যে রেখা অঙ্কনকে কঠিন বলে মনে করেন হার্টম্যান-বয়েস৷ তবে কোনো পণ্যকে কোথায় তুলে ধরা হবে এটা বিবেচনায় রাখা জরুরি বলে মনে করেন তিনি৷

দশ বছর বা তারও আগে জনস্বাস্থ্য সংস্থা হিসাবে আমাদের পণ্য স্থাপনের ক্ষেত্রে কী চলছে তার উপর আমাদের আরও দৃঢ় ধারণা ছিল বলে জানান তিনি৷ কিন্তু প্রযুক্তির পরিবর্তনের কারণে এটি এখন কঠিন হয়ে গেছে৷

বিশ্বে বছরে ৮০ লাখ মানুষ ধূমপানজনিত রোগে মারা যাচ্ছে৷ মৃত্যু, অসুস্থতার অন্যতম কারণ হিসেবে ধূমপানকে দায়ি করে, পর্দায় তামাকের দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ জানান তিনি৷

হার্টম্যান-বয়েস বলেন, ‘‘আমি মনে করি কোনো চলচ্চিত্রই আসলে বলতে চায় না ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো৷'' কিন্তু যা হচ্ছে তাতে ধূমপানকে স্বাভাবিক হিসেবে নেয়া, কখনো গ্ল্যামারের পার্ট হিসেবে দেখা হচ্ছে৷ এর ফলে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন অক্সফোর্ডের এই গবেষক৷

চার্লি শিল্ড/টিএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য