ধর্ষণ, নির্যাতন: এর শেষ কোথায়?
৩১ জুলাই ২০১৭ধর্ষণের অভিযোগে বগুড়া শ্রমিক লীগের সভাপতি তুফান সরকার ছাড়াও গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী আশা, স্ত্রীর বড় বোন পৌরসভার কাউন্সিলর রুমকি, শাশুরি রুমি খাতুনসহ ১০ জন৷
ধর্ষণের ঘটনা ধাপাচাপা দিতে ঐ ছাত্রী ও তার মাকে নির্যাতনের অভিযোগ রয়েছে তুফানের স্ত্রী ও স্ত্রীর বড় বোনের বিরুদ্ধে৷
প্রভাবশালী হলেও দ্রুততার সাথে আসামিদের গ্রেপ্তার করায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই৷ কিন্তু সেই সাথে রয়েছে সংশয়ও৷ কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু ধর্ষণ ও হত্যা এবং বনানীর হোটেলে ধর্ষণ মামলার মতো বিভিন্ন ঘটনার উদাহরণ দেখাচ্ছেন অনলাইন অ্যাকটিভিস্টিরা৷
ফেসবুকে ফড়িং ক্যামেলিয়া মহিলা পরিষদের একটি পরিসংখ্যান দিয়েছেন৷ ২০০৮ সাল থেকে গত বছর পর্যন্ত আট বছরে ধর্ষণের শিকার ৪ হাজার ৩০৪ জনের মধ্যে ৭৪০ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে৷ এর মধ্যে বিচার হয়েছে হাতে গোনা কয়েকটি মামলার৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার দেশ মধ্যযুগে ফিরে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন৷ এজন্য তিনি দায়ী করছেন আওয়ামী লীগকে৷
কিছু কিছু গণমাধ্যমে ধর্ষিতা ও তার মায়ের ছবি প্রকাশ করা হয়েছে৷ অনলাইন যোগাযোগের মাধ্যমে এরও প্রতিবাদ করছেন অনেকে৷ প্রশ্ন তুলছেন সাংবাদিকতার নৈতিকতা না মানার৷
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার মফিদুল আলম খান তপু এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘যেসব নিউজপোর্টাল নির্যাতনের শিকার মা মেয়ের চেহারা ছেপেছে, সাংবাদিকতার নৈতিকতা বিবর্জিতভাবে, প্লিজ তাদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন৷ এরা যদি সাংবাদিক হয়, আর সেটা যদি বিনা প্রতিবাদে মেনে নেই, তাহলে নীতি নৈতিকতা, প্রেস কাউন্সিল নামের শব্দগুলা শব্দকোষ থেকে বাদ দেয়া উচিত৷''
বগুড়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন, দ্রুত বিচারের দাবি নিয়ে নেমেছেন রাস্তায়৷ প্রতিবাদ চলছে দেশের অন্যান্য এলাকাতেও৷
এ ধরনের প্রায় প্রতিটি ঘটনাতেই বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন সবাই৷ এবারও ব্যতিক্রম নয়৷ সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ-নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হলে এমন ঘটনা অনেকটাই কমে যেতো বলে মনে করছেন অনেকে৷
সংকলন: অনুপম দেব কানুনজ্ঞ
সম্পাদনা: দেবারতি গুহ
এ বিষয়ে আপনি কী ভাবছেন? মন্তব্য করুন নীচের ঘরে৷