ধর্মীয় উৎসবের দেশ বাংলাদেশ
বাংলাদেশে সারাবছরই কোনো-না-কোনো ধর্মীয় উৎসবের দেখা মেলে৷ ঈদ, পূজা, বড়দিন কিংবা বৌদ্ধ পূর্ণিমা প্রায় সব বড় ধর্মীয় উৎসবেই থাকে সরকারি ছুটি৷ চলুন জেনে নেই বাংলাদেশের কয়েকটি উৎসব সম্পর্কে৷
ঈদুল ফিতর
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে মুসলমানদের অন্যতম দুই বাৎসরিক ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ব্যাপক আকারে উদযাপন করা হয়৷ ঈদুল ফিতরের আগে একমাস সিয়াম সাধনায় অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা, ফলে সেই সাধনার পর ঈদ পায় বাড়তি গুরুত্ব৷
ঈদুল আযহা
ঈদুল আযহায় পশু কোরবানি দেন মুসলমানরা৷ সাধারণত সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষদের এই দিনে কোরবানি দেয়া পশুর মাংস বিলিয়ে দেন সমাজে অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকা মুসলমানরা৷
দুর্গা পূজা
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা৷ এই উৎসবের সময় বাংলাদেশের প্রায় সর্বত্র পূজামণ্ডপ দেখা যায়৷
সরস্বতী পূজা
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা৷ এই উৎসবের দিন সন্ধ্যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷
দোলযাত্রা
দোলযাত্রার সঙ্গে হোলি উৎসবের একটি সম্পর্ক রয়েছে৷ মূলত হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও হোলি খেলা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে৷ বাংলাদেশ, ভারত ছাড়াও জার্মানিসহ অনেক দেশেই এই উৎসব বিশেষভাবে পালন করা হয়৷
বৌদ্ধ পূর্ণিমা
বৌদ্ধদের এই ধর্মীয় উৎসবের দিনে বাংলাদেশে সরকারি ছুটি উদযাপন করা হয়৷
বড়দিন
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন বাংলাদেশেও বড় করে উদযাপন করা হয়৷ দিনটিতে সরকারি ছুটি থাকে৷