1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোকানে তেলের অভাব, তেল মুরগির খামারে

১১ মার্চ ২০২২

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর বাজারে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়৷ অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷

https://p.dw.com/p/48Lj8
ছবি: Gustavo Cuevas/dpa/picture-alliance

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুটি স্থানে থেকে তেল উদ্ধার করার কথা জানান ভ্রাম্যমাণ আদালতের পরিচালক হরিণাকুন্ডুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ৷  এ ঘটনায় ব্যবসায়ী দিলদার আলীকে ৫০ হাজার টাকা এবং বিধান সাহাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷  

রামনগর বাজারের ব্যবসায়ী বিধান সাহা ও দিলদার আলী গত ১২ ফেব্রুয়ারি এ সয়াবিন তেল মজুত করার পরে তা বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছিল৷ ভ্রাম্যমাণ আদালত পরে সেখানে অভিযান চালায়৷  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন, "এ সময় দিলদার আলীর মুরগির খামার থেকে ১৩টি ড্রামভর্তি দুই হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়৷ আর বিধান সাহার গুদামে ১২টি ড্রামভর্তি আড়াই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়৷ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)