দোকানে তেলের অভাব, তেল মুরগির খামারে
১১ মার্চ ২০২২বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুটি স্থানে থেকে তেল উদ্ধার করার কথা জানান ভ্রাম্যমাণ আদালতের পরিচালক হরিণাকুন্ডুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ৷ এ ঘটনায় ব্যবসায়ী দিলদার আলীকে ৫০ হাজার টাকা এবং বিধান সাহাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷
রামনগর বাজারের ব্যবসায়ী বিধান সাহা ও দিলদার আলী গত ১২ ফেব্রুয়ারি এ সয়াবিন তেল মজুত করার পরে তা বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছিল৷ ভ্রাম্যমাণ আদালত পরে সেখানে অভিযান চালায়৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন, "এ সময় দিলদার আলীর মুরগির খামার থেকে ১৩টি ড্রামভর্তি দুই হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়৷ আর বিধান সাহার গুদামে ১২টি ড্রামভর্তি আড়াই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)