দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হতাশাজনক
৩১ জানুয়ারি ২০২৩আন্তর্জাতিক এ তালিকা বাংলাদেশে প্রকাশ করে টিআইবি৷ মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়েছে৷
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেছে টিআইবি৷ এর আগে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬৷
বিভিন্ন দেশের দুর্নীতির সার্বিক অবস্থা নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে টিআইবি৷ এই সূচকে বাংলাদেশের অবস্থানের ওঠানামা প্রতিবছরই হয়ে থাকে৷
টিআই বলেছে, তালিকায় ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৭তম৷ আগের বছরও একই অবস্থানে ছিল বাংলাদেশ৷
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়৷ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান৷ তিনি বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক৷
দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদনটি আজ একই সময়ে বিশ্বজুড়ে প্রকাশিত হয়৷ ২০০১ সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্র এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে৷
প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কেবল আফগানিস্তানের ওপরে৷
সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক৷ ৮৭ পেয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড৷
আর সবচেয়ে দুর্নীতি বেশি হচ্ছে সোমালিয়ায়৷ তাদের স্কোর মাত্র ১২৷ ১৩ পেয়ে দ্বিতীয় স্থানে আছে সুদান ও সিরিয়া৷
এনএস/কেএম (প্রথম আলো)