1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি দমনে যোগীরাজ রামদেবের অনশন সত্যাগ্রহে বিচলিত সরকার

৩ জুন ২০১১

দুর্নীতি দমনে আগামীকাল থেকে দিল্লিতে অনশন সত্যাগ্রহ শুরু করতে চলেছেন যোগগুরু রামদেব৷ এতে বিচলিত সরকার তাঁকে অনশন থেকে নিরস্ত করতে দফায় দফায় তাঁর সঙ্গে আলোচনা করছে৷ কিন্ত রামদেব এখনও তাঁর অনশন কর্মসূচি থেকে সরে আসেননি৷

https://p.dw.com/p/11Ti2
অনশনের পথ বেছে নিয়েছেন রামদেবছবি: DW

দুর্নীতির ইস্যুতে আন্না হাজারের অনশন ঘিরে গোটা দেশে যেভাবে সরকার-বিরোধী বিতর্কের ঝড় উঠেছিল, সরকার চাননা, সেই একই ইস্যুতে যোগগুরু রামদেবের আমৃত্যু অনশন সত্যাগ্রহে তার পুনরাবৃত্তি হোক৷ গত কয়েকদিন ধরে তাই সরকারের শীর্ষ নেতৃত্ব রামদেবকে বুঝিয়েসুজিয়ে নিরস্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে৷ এই বাড়াবাড়িকে আবার কংগ্রেসের একাংশ পছন্দ করছেন না৷ এখন মাত্র দুজন মন্ত্রীকে এই কাজে লাগানো হয়েছে৷ মানব সম্পদ বিকাশমন্ত্রী কপিল সিব্বাল এবং পর্যটনমন্ত্রী সুবোধকান্ত সহায়৷ আজ তাঁরা দিল্লির একটি পাঁচতারা হোটেলে বাবা রামদেবের সঙ্গে আলোচনা করেন৷

আলোচনায় কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া গেলেও রামদেব তাঁর আগামীকালের অনশন কর্মসূচিতে অনড় আছেন৷ বাবা রামদেব কী চান? এক, সরকারকে লোকপাল বিল ও পাবলিক সার্ভিস ডেলিভারি আইন পাশ করাতে হবে৷ দুই, দেশে দুর্নীতি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে দোষীদের কড়া শাস্তি দিতে হবে৷ তিন, কালো টাকা উদ্ধার করতে হবে৷ প্রধানমন্ত্রী এবং উচ্চ আদালতের বিচারপতিরা লোকপাল আইনের আওতায় আসবে কিনা তা জনমতের ভিত্তিতে ঠিক করা হবে৷

Indien Hungerstreik von Aktivist Anna Hazare gegen Korruption in New Delhi
দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে আন্না হাজারে’র পাশে দাঁড়িয়েছিলেন রামদেবছবি: dapd

রামদেবের অনশন সত্যাগ্রহে কপালে ভাঁজ পড়েছে বিজেপির৷ রামদেবের লক্ষ লক্ষ ভক্ত সমর্থকরা যেভাবে তাঁর পেছনে দাঁড়িয়েছেন ভবিষ্যতে যদি এই গেরুয়াধারী কোন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে হিন্দু ভোট হারাবার একটা আশঙ্কা রয়েছে বিজেপির মনে৷ অথচ কৌশলগত কারণে প্রকাশ্যে বিজেপি রামদেবের আন্দোলনকে সমর্থন জানিয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে৷ কংগ্রেস মুখপাত্র মনুসিংভির মন্তব্য, এরমধ্যে কোন পক্ষেরই উচিত নয় রাজনীতি আনা৷ আনলে সেটা হবে ভুল৷ কথা হলো, বাবা রামদেব তাঁর অনশন সত্যাগ্রহ কর্মসূচিকে কতদিন অ-রাজনৈতিক রাখতে পারেন, সেটাই দেখার৷

লোকপাল বিলের প্রাণপুরুষ আন্না হাজারের মতে, সরকার যেভাবে রামদেবকে মাথায় তুলেছেন, তার উদ্দেশ্য নাগরিক সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা৷

দিল্লির রামলীলা ময়দানে বিশাল শিবির বসেছে৷ এক কোটি লোকের সমাবেশ হবার সম্ভাবনা৷ দেশেবিদেশে যোগ- শিক্ষা দিয়ে তিনি বিপুল অর্থসম্পদের মালিক৷ ঘোরাফেরা করেন নিজস্ব জেট বিমানে৷ ওঠেন পাঁচতারা হোটেলে এমনটাই লোকে বলে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য