1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টায় ব্যর্থ ইউক্রেন: রাশিয়া

১৬ জুলাই ২০২৩

ক্রেমলিনপন্থি দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টা করে ইউক্রেন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া৷ হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে৷

https://p.dw.com/p/4Txxm
বেলারুশ সেনাবাহিনীকে ভাগনার বাহিনী প্রশিক্ষণ দিচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ছবি: Voen Tv/Belarusian Defence Ministry/Handout/REUTERS

শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে রাশিয়ার দুই হাই-প্রোফাইল সাংবাদিককে হত্যাচেষ্টা করেছে ইউক্রেন৷ এই দুই সাংবাদিক হলেন ক্রেমলিনপন্থি আন্তর্জাতিক সম্প্রচারকারী আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এবং টিভি উপস্থাপক কেসনিয়া সোবচাক৷

রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা দাবি করেছে, অভিযুক্ত সাত ব্যক্তি নব্য নাৎসি গ্রুপ প্যারাগ্রাফ-৮৮-এর সদস্য৷বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, অভিযুক্ত সাত ব্যক্তি রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি-এর কাছে স্বীকার করেছে, ওই দুই নারী সাংবাদিককে হত্যার জন্য জনপ্রতি ১৫ লাখ রুবল বা ১৪ হাজার ৮০০ ইউরোর সমপরিমাণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন৷রাশিয়ার এমন দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ৷ তবে, রাশিয়ার অভিযোগের সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি৷

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের উগ্র সমর্থক হিসেবে পরিচিত আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান রাশিয়ান কর্তৃপক্ষকে উদ্দেশ করে টেলিগ্রামে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘‘কাজে এগিয়ে যান, ভাইয়েরা!''

অন্যদিকে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন টিভি সঞ্চালক কেসনিয়া সোবচাক৷ ২০১৮ সালের নির্বাচনেও তার ভূমিকা ছিল স্পষ্টত পুটিনের বিপক্ষে৷ হত্যাচেষ্টার অভিযোগ প্রসঙ্গেও তার স্বর ছিল কিছুটা ভিন্ন৷

টেলিগ্রামে এই টিভি উপস্থাপক লিখেছেন, ‘‘যদি এসব সত্য হয়, তাহলে (অভিযুক্তদের আইনের আওতায় আনতে) যারা কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি৷''

তিনি আরো লিখেছেন, ‘‘আর যদি সত্য না হয়, সিমোনিয়ানের সঙ্গে আমাকেও মিলিয়ে ফেলা হয়, তাহলে এর কোনো অর্থ থাকে না৷''

পাল্টা আক্রমণের প্রথম দুই সপ্তাহে ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে,পাল্টা আক্রমণের প্রথম দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে পাঠানো ইউক্রেনের অস্ত্রের ২০ শতাংশ ক্ষতি হয়েছে৷

নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, পরের সপ্তাহগুলোতে ক্ষতির পরিমাণ কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে৷

ক্ষতিগ্রস্ত যুদ্ধ সরঞ্জামের মধ্যে ছিল ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং পশ্চিমা যুদ্ধ সরঞ্জাম৷

ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিয়েছে পশ্চিমারা৷ এর মধ্যে কিছু সরঞ্জাম আছে খুবই উন্নত প্রযুক্তির এবং শীর্ষস্থানীয়৷ এগুলো নিয়ে সবার মধ্যেই একপ্রকার আগ্রহ ছিল৷ রাশিয়ার বিরুদ্ধে কখন এসব ব্যবহার করা হবে, কেমন প্রতিক্রিয়া পাওয়া যাবে—এমন প্রত্যাশা তৈরি হয়েছিল অনেকের মধ্যে৷

রাশিয়ার দখলে চলে যাওয়া অঞ্চলগুলো ফিরিয়ে আনতে গেল জুনে পাল্টা আক্রমণে যায় ইউক্রেন৷ কিন্তু সেই প্রচেষ্টাটি জোরালো ছিল না, বরং ধীরগতির ছিল৷ চলতি মাসের শুরুতে অবশ্য সেই কথা স্বীকারও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ এর মধ্যে পশ্চিমা মিত্রদের কাছে আরো অস্ত্র চেয়েছেন তিনি৷

এর মধ্যেই খবর এসেছে, বেলারুশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ভাগনার বাহিনী৷ বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

টিএম/এডিকে (ডিডাব্লিউ)