1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

১০ মে ২০১২

সিরিয়ার রাজধানী দামেস্কে একদিনে পরপর দুটি বড়মাপের বিস্ফোরণ৷ নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ আর ক্রমশ উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি৷ কোফি আনান'এর অনুমান, গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে সিরিয়া৷

https://p.dw.com/p/14seR
ছবি: AP

সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান গোয়েন্দা দপ্তরের ভবনে দু'টি বড়মাপের বিস্ফোরণে প্রচুর হতাহত হয়েছে বৃহস্পতিবার৷ সকাল সাতটা বেজে ৫০ মিনিটে যখন কর্মীরা কাজে আসতে শুরু করেছেন, সেই সময়ে এই বিস্ফোরণের ফলে প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আসাদ প্রশাসন৷ বিস্ফোরণের পর স্বাস্থ্যকর্মীদের দেখা যায় বিস্ফোরণস্থলের আশপাশ থেকে হতাহতদের দেহাংশ উদ্ধার করতে৷ ভবনটির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি এবং পিক আপ ট্রাকগুলিও বিস্ফোরণের তীব্রতায় টুকরো টুকরো হয়ে যায়৷

Bombenanschlag in Damaskus
বিস্ফোরণের তীব্রতা ছিল মারাত্মকছবি: Reuters

দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির মুখে রাজধানী দামেস্কের প্রশাসনিক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা আছে৷ তারপরেও দামেস্কের যে এলাকায় এই বিস্ফোরণদুটি ঘটেছে, তাতে বেশ সচকিত সিরিয়ার বাশার আল-আসাদ প্রশাসন৷ বস্তুত গত কিছুদিন ধরেই আসাদ বিরোধী শক্তি এ ধরণের নাশকতামূলক হামলা চালিয়ে আসছে সিরিয়ায়৷ গতমাসের ১০ তারিখে রাজধানী দামেস্কে এমনই একটি বিস্ফোরণে দশজনের মৃত্যু হয়েছিল৷ বাশার আল-আসাদ প্রশাসন এবারেও এই জোড়া বিস্ফোরণের দায় বিরোধীদের ওপরেই চাপিয়েছে৷ বৃহস্পতিবারের দুটি বিস্ফোরণে হতাহতের মোট সংখ্যা নিয়ে কোন মন্তব্য শোনা যায়নি দামেস্কের তরফে৷ বলা হয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন৷ এদিকে বিরোধীদের কেউ এখনও এই বিস্ফোরণের  দায় স্বীকার করে কোন বিবৃতি জারি করেনি৷

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনান'এর মধ্যস্থতায় সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ যে মুখ থুবড়ে পড়েছে সেকথা সম্প্রতি জেনেভায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জানিয়েছেন আনান৷  প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আন্তর্জাতিক মহলের, বিশেষ করে জাতিসংঘের পরামর্শ মানেন নি৷ সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকরা উপস্থিত কিন্তু জাতিসংঘের দেওয়া ছয় দফা শান্তি পরিকল্পনার কোনটাতেই সেভাবে আমল দেয়নি আসাদ প্রশাসন৷ যে কারণে আনানের অনুমান, গৃহযুদ্ধের দিকেই এগিয়ে চলেছে সিরিয়া৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, (এপি, রয়টার্স)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য