1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় সংঘর্ষ

১৯ মার্চ ২০১২

সিরিয়ার রাজধানী দামেস্কে আজ ভোরে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ এদিকে জাতিসংঘ ও ওআইসি’র মিশন সিরিয়ায় তাদের কাজ শুরু করেছে৷

https://p.dw.com/p/14Mqy
ছবি: AP

সংঘর্ষের বিস্তারিত

সংঘর্ষের শুরু রাত তিনটার দিকে৷ ঘটনাস্থল ছিল দামেস্কের পশ্চিমের মাঝেহ শহর৷ এলাকাটিতে নিরাপত্তা বাহিনীর প্রধান কার্যালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে৷ রয়েছে কয়েকটি দেশের দূতাবাসও৷ ফলে বেশ সুরক্ষিত এলাকা মাঝেহ৷ সেখানে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ এতে তিন ‘সন্ত্রাসী' ও একজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি টেলিভিশন৷ এদিকে ব্রিটেন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলছেন, সংঘর্ষ কমপক্ষে ১৮ জন সরকারি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন৷ তিনি বলছেন এক বছর আগে আন্দোলন শুরু হওয়ার পর থেকে দামেস্কে এটাই ছিল সবচেয়ে বড় সংঘর্ষ৷

Syrien Bürgerkrieg Kämpfe in Idlib Rebellen
আন্দোলনকারীরা পিছিয়ে পড়তে রাজি নয়ছবি: AP

মিশনের উদ্দেশ্য

মানবাধিকার পরিস্থিতি যাচাই করা তাদের মূল উদ্দেশ্য৷ এজন্য পাঁচ সদস্যের দলটি সিরিয়ার মোট ১৫টি শহরে যাবে বলে জানা গেছে৷ এছাড়া মানবিক কার্যক্রম যেন ঠিকভাবে পরিচালনা করা যায় সেজন্য প্রতিদিন অন্তত দুই ঘন্টা করে যুদ্ধবিরতির প্রস্তাব করবেন তারা৷ এবং এই প্রস্তাব যেন গৃহীত হয় সে লক্ষ্যে আলোচনা করবেন তারা৷ এসব কাজের জন্য তাদের সিরিয়ায় সাত থেকে ১০ দিন থাকতে হতে পারে৷ এরপর তারা জাতিসংঘ এবং ওআইসি'র কাছে প্রতিবেদন পেশ করবেন৷ এর উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে৷ জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কোফি আনান আবারও সিরিয়ায় যাবেন কী না - সেটাও নির্ভর করবে এই মিশনের প্রতিবেদনের উপর৷ পাঁচ সদস্যের এই দলে ওআইসির তিনজন সদস্য রয়েছেন৷ এদিকে এই মিশনকে যেন নিরপেক্ষভাবে কাজ করতে দেয়া হয় সেজন্য সিরিয়ার সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ওআইসি৷

Syrien Bürgerkrieg Kämpfe in Idlib Rebellen
বিদ্রোহীরা চালিয়ে যাচ্ছে যুদ্ধছবি: AP

পরিসংখ্যান

জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত অর্থাৎ গত এক বছরে প্রায় ৩০ হাজার সিরীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছে৷ আর প্রায় ২০ হাজার লোককে দেশের ভেতরেই তাদের স্থান পরিবর্তন করতে হয়েছে৷ এদিকে নিহত হয়েছে ৯,১০০ জনেরও বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য