1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাবানল, অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা

১৯ ডিসেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ায় দাবানল ছড়াচ্ছে৷ একশোর বেশি জায়গায় দাবানল ছড়ানোর পর নিউ সাউথ ওয়েলস সাতদিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে৷

https://p.dw.com/p/3V3mR
ছবি: picture-alliance/dpa/D. Lewins

তাপমাত্রা সমানে বাড়ছে৷ তার সঙ্গে শুরু হয়েছে দাবানল৷ একশরও বেশি জায়গায় বনে আগুন জ্বলতে থাকায় নিউ সাউথ ওয়েলস সাতদিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে৷ এই নিয়ে দু মাসের মধ্যে দ্বিতীয়বার৷ ফলে বড়দিনের পরেও জরুরি অবস্থা চলবে৷

চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে৷ অস্ট্রেলিয়ায় ক্ষেত্রে এই সময় এটা রেকর্ড তাপমাত্রা৷ একে এই গরম তার ওপর তার সঙ্গে যুক্ত হয়েছে দাবানল৷ আগুন সিডনির কাছে চলে এসেছে৷ প্রবল হাওয়া পরিস্থিতি আরও খারাপ করেছে৷ গত কয়েক মাস ধরে তিরিশ হাজার কিলোমিটার বা সাড়ে এগারো হাজার বর্গ মাইল এলাকা আগুনের গ্রাসে ছিল৷ এখনও আগুনের সঙ্গে লড়াই করছেন দু হাজার জন৷

Buschbrände in Australien
ছবি: picture-alliance/dpa/D. Lewins

নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ ফারায় সার্ভিস কমিশনার শেন ফিটজসিমনস বলেছেন, ''আজ অবস্থা সবথেকে খারাপ হতে পারে৷ কারণ, আবহাওয়া আরও খারাপ হবে৷ হাওয়া উল্টোপাল্টা বইছে৷ তাই আগুন নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷'' হাসপাতালগুলিতেও এমার্জেন্সি রুম তৈরি করা হয়েছে৷ কুইন্সল্যান্ডে এখনও ৭০টি দাবানল জ্বলছে৷

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)