1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

দনেৎস্ক বাজারে গোলাবর্ষণে মৃত ২৭

২২ জানুয়ারি ২০২৪

রাশিয়ার অধিকারে থাকা দনেৎস্ক বাজারে গোলাবর্ষণে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে শহরের কর্তৃপক্ষের দাবি।

https://p.dw.com/p/4bWWW
রুশ অধিকৃত দনেৎস্কে গোলবর্ষণের পর মানুষ ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যস্ত
রুশ অধিকৃত দনেৎস্কের বাজারে গোলাবর্ষণে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষেরছবি: Alexander Ermochenko/REUTERS

রাশিয়া যাকে তাদের অধিকৃত দনেৎস্কের প্রধান প্রশাসক হিসাবে নিয়োগ করেছে, সেই ডেনিস পুশিলিন জানিয়েছেন, বাজার এলাকায় গোলা এসে পড়ে। এর ফলে এতজন মানুষের মৃত্যু হয়েছে। তার দাবি, ইউক্রেনের বাহিনী এই আক্রমণ করেছে।

রোববারের এই ঘটনায় প্রথমে বলা হয়েছিল ২৫ জন মারা গেছেন। পরে জানানো হয় মৃতের সংখ্যা ২৭।

রাশিয়া বলেছে, সাধারণ বেসামরিক মানুষ যেখানে যান, সেখানে এই ভয়ংকর আক্রমণ করা হয়েছে। তাদের দাবি, পাশের আরেকটি জায়গাতেও ইউক্রেনের বাহিনী আক্রমণ করেছিল। এর ফলে একজন মারা গেছেন।

ইউক্রেনের বাহিনী এখনো এই আক্রমণ নিয়ে কোনো মন্তব্য করেননি। ডিডাব্লিউ রাশিয়ার দাবি যাচাই করে দেখতে পারেনি।

গত দুই মাস ধরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বারবার বেসামরিক মানুষের উপর আক্রমণ চালানোর অভিযোগ করেছে।

দনেৎস্কের এই অধিকৃত এলাকাকে রাশিয়া তাদের নিজের অংশ হিসাবে দাবি করেছে। পর্যবেক্ষকদের মতে, এই দাবি আন্তর্জাতিক আইনের বিরোধী।

রাশিয়ার গ্যাস টার্মিনালে ইউক্রেনের হামলা

রাশিয়ার তেল সংস্থা নোভাটেক জানিয়েছে, তারা বাল্টিক সাগরের তেল ও গ্যাস টার্মিনাল বন্ধ রেখেছে।

ইউক্রেন ড্রোন ব্যবহার করে একটি ব্যালেস্টিক মিসাইল-হামলা চালাবার পর এই সিদ্ধন্ত নেয়া হয়। তবে নোভাটেক স্পষ্ট করে ইউক্রেনের নাম নেয়নি। তারা বলেছে, বাইরের ঘটনার প্রভাবে এখানে আগুন লেগে যায়। তার জেরে টার্মিনাল বন্ধ রাখা হয়েছে।

ইউক্রেনের সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের সেনা একটি বিশেষ অপারেশন চালানোর ফলে আগুন লাগে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য